আসানসোল মেরিনার্সের পক্ষ থেকে কিট প্রদান
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: আসানসোল মেরিনার্সের পক্ষ থেকে আজ আসানসোল শহরের কালী পাহাড়ী থেকে বিএনআর মোড় পর্যন্ত একটি প্রচার অভিযান চালানো হয়ে যার অধীনে ট্রাফিক পুলিশ কর্মী, সিভিক ভলান্টিয়ার, রিকশাচালক এবং অন্যান্য মেহনতি মানুষ ছিলেন। সংগঠনের সদস্যদের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে প্রখর গ্রীষ্মের তাপ থেকে মানুষকে রক্ষা করার জন্য কিছু উপকরণ সমেত কিট সরবরাহ করা হয়ে। ওই কিটে জল, গ্লুকোজ পাউডার, তোয়ালে ছিল। ওই অনুষ্ঠানে তাপস বাবলু ব্যানার্জি, শৈলেন চক্রবর্তী, সুজিত ব্যানার্জি, আশীষ সরকার, হীরা রাম, পঙ্কজ রায়, সৌরভ প্রসাদ, অরিন্দম চ্যাটার্জি প্রমুখ অংশগ্রহণ করেন।



এ প্রসঙ্গে আসানসোল মেরিনার্সের সঙ্গে যুক্ত সুজিত ব্যানার্জি বলেন, আসানসোল মেরিনার্স হল মোহনবাগান ফ্যান ক্লাব। এই সংগঠনের কিছু সদস্য চাকুরীজীবি, এছাড়া কেউ ছাত্র বা অন্য কোন কাজ করেন। সবাই তাদের ব্যস্ত সময় থেকে কিছুটা সময় বের করে রবিবারে এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি বলেন, গত বছরও এ ধরনের অনুষ্ঠান করা হয়েছিল। দীর্ঘদিন ধরে আসানসোল মেরিনার্স এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে চলেছে । তিনি জানান, আজকে আসানসোলের কালী পাহাড়ি এলাকা থেকে শুরু হয় এবং তারপর উষাগ্রাম রাহা লেন, কর্পোরেশন মোড বাজার এলাকায় প্রচারের পর হটন রোড হয়ে বিএনআর পর্যন্ত তাদের প্রচার চলে। তিনি জানান, মোট ৭৫ জনকে কিট সমেত সামগ্রী সরবরাহ করা হয়েছে।
- Durgapuja पर मौसम का खलल! बंगाल की खाड़ी में बना दबाव का क्षेत्र, IMD ने दक्षिण बंगाल के लिए जारी किया अलर्ट
- राधानगर एथलेटिक क्लब पूजा पंडाल में पहुंचे डीएम कहा Asansol ‘मिनी भारत’
- Bihar New Rail Project बिहटा-अनुग्रह नारायण रोड नई रेल लाइन को मंजूरी, ₹3,606 करोड़ होंगे खर्च
- बर्नपुर में ‘पगड़ी सम्मान’ समारोह का आयोजन
- ISSF जूनियर विश्व कप 2025 : अभिनव ने जीता मेडल, Asansol में खुशी की लहर