বিজেপি কর্মী রাজেন্দ্র সাওয়ের হত্যার অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ, উদ্ধার গুলি
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : বিজেপি নেতৃত্বের লাগাতার বিক্ষোভ অবরোধের পর, অবশেষে রানীগঞ্জের রাণীসায়ের এলাকার বিজেপি কর্মী রাজেন্দ্র সাওয়ের হত্যার ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে, বছর বাহান্নোর বানপুর এলাকার, হিরাপুর থানার হামিদ নগরের বাসিন্দা, মোহাম্মদ সাবির নামের ওই অভিযুক্তকে ৯ই মে গ্রেফতার করে স্বস্তির নিঃশ্বাস ফেলে জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ। সোমবার দুপুরেই সেই হত্যার ঘটনার পুনর্নির্মাণের লক্ষ্যে অভিযুক্তকে, ঘটনাস্থলে নিয়ে এসে হত্যার ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। এদিন ওই অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে এসে কিভাবে ঘটনাটি সংগঠিত করেছে তারা, সে বিষয়গুলি জেনে নেন পুলিশ আধিকারিকেরা।














ধৃত ওই ব্যক্তি প্রথমে ১৯ নম্বর জাতীয় সড়ক লাগোয়া চাঁদা শশান কালী মন্দিরের পাশে সেই হত্যা স্থল গিয়ে পুলিশ আধিকারিকদের নানা কথা জানাই। পরে লাগোয়া এলাকার বোগড়া গ্রাম যাওয়ার রাস্তার কিছুটি দূরে গিয়ে একটি মেঠো এলাকা দেখিয়ে দেয় সে। জানা গেছে এই ঘটনায় পুলিশ ওই অভিযুক্তর কাছ থেকে পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে। ঘটনা প্রসঙ্গে জানা যায় এই অভিযুক্ত মোহাম্মদ সাবির জুয়া খেলার সঙ্গে যুক্ত ছিল এই খুনের ঘটনার সঙ্গে জুয়া খেলার কোন যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে এই ঘটনায় শুধু মোহাম্মদ সাবিরি নয় আরো বেশ কয়েকজন যুক্ত রয়েছে তাদের খোঁজেও জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।
তবে রাজেন্দ্র সাউয়ের খুনের ঘটনা কি কারনে তারা সংঘটিত করেছিল ? আর এই ঘটনা পরিকল্পিত খুনের ঘটনা কিনা সে সকল বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ এ সকল বিষয়ে নিয়ে এখন কোনো মন্তব্য করেনি। অন্যদিকে পুলিশ পাঁচটি গুলি উদ্ধার করেছে বলে জানা গিয়েছে।
- OCP में अवैध खनन में धंसान 2 की मरने और 2 फंसे होने की आशंका ! रेसक्यू जारी
- सम्पर्क ऑनलाइन फिनसर्व एलएलपी को ISO 9001:2015 प्रमाणन का नवीनीकरण
- স্বামী বিবেকানন্দর ১৬৪তম জন্মজয়ন্তীতে ‘ আসানসোল প্রগতি’র অনুষ্ঠান
- আসানসোলে পোস্ট অফিস স্থানান্তরের বিরোধিতা ,পোস্টার হাতে বিক্ষোভ বাসিন্দাদের
- আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের বার্ষিক অনুষ্ঠান উদযাপন


