জামুরিয়ায় পুলিশের হানায় উদ্ধার ২০ কেজিরও বেশি গাঁজা
বেঙ্গল মিরর, আসানসোল, চরণ মুখার্জি ও রাজা বন্দোপাধ্যায়ঃ ( Jamuria News ) জামুরিয়ার বিডিও অরুনালোক ঘোষকে সঙ্গে নিয়ে আচমকাই অভিযান চালিয়ে সোমবার রাতে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করলো আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুরিয়া থানার পুলিশ। এই গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার বিরেন্দ্র গৌন্ড নামে এক ব্যক্তিকে। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ২০.৫৫০ কেজি। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা।
জামুরিয়া থানার খবর, সোমবার দুপুর দুটো নাগাদ বিশেষ সূত্রে খবর পেয়ে ওসি রাহুল দেব মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল জামুরিয়ার শিবপুর পাওয়ার হাউস ফুটবল ময়দানের কাছে বীরেন্দ্র গৌন্ডের বাড়িতে তল্লাশি চালানো শুরু হয়। গভীর রাত পর্যন্ত চলা এই তলাশিতে ব্যক্তির বাড়ি থেকে ২০.৫৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়। এরপর ঐ ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর ধৃত বীরেন্দ্র আন্তঃজেলা গাঁজা পাচার চক্রের সঙ্গে যুক্ত। ধৃত বীরেন্দ্র গৌন্ড গাঞ্জা বিক্রির কথা পুলিশের কাছে স্বীকার করে। তার সঙ্গে তিনি দাবী করেন, তার দাদা পুলিশকে গাঁজা বিক্রি ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়ে তাকে ফাঁসিয়েছে।।
পুলিশ মঙ্গলবার ধৃতকে আসানসোল আদালতে পাঠিয়ে ১০ দিনের হেফাজতের জন্য আবেদন করে। বিচারক সেই আবেদনের ভিত্তিতে তার জামিন নাকচ করে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।