West Bengal

West Bengal Madhyamik Result : বর্ধমানের ভালো ফল, শীর্ষে পূর্ব মেদিনীপুর

বেঙ্গল মিরর সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : ( West Bengal Madhyamik Result ) পরীক্ষার ৭৬ দিন পরে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। মাধ্যমিক কাউন্সিলের চেয়ারম্যান রামানুজ ব্যানার্জি রাজ্য সরকার সহ মাধ্যমিকের সাথে জড়িত সমস্ত বিভাগের কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করেছেন। এ বছর পাসের হার ৮৬.১৫ শতাংশ। সাংবাদিক সম্মেলনে বোর্ড চেয়ারম্যান জানান, এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লক্ষ ৪২ হাজার ৩২১ জন। এর মধ্যে পাস করেছে ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন। পাসের হার হয়েছে ৮৬. ১৫ শতাংশ। যা গতবারের চেয়ে কিছুটা কম। পাসের হারের নিরিখে পূর্ব মেদিনীপুর প্রথম, কালিম্পং দ্বিতীয়, কলকাতা তৃতীয়, পশ্চিম মেদিনীপুর চতুর্থ। এবছর মেধা তালিকায় অসাধারণ সাফল্য পেয়েছে মালদহ। ১১৮ জনের মধ্যে ২১ জন ছাত্রছাত্রী একই জেলার। পূর্ব বর্ধমানের ১৭ জন, বাঁকুড়ার ১৪ জন, দক্ষিণ ২৪ পরগণার ১৩ জন এবং পূর্ব মেদিনীপুরের ১১ জন মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। ফল আজ দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে পাওয়া যাবে।

Madhyamik Result 2023

বোর্ড চেয়ারম্যান জানান, এবারের মার্কশিটে একটি কিউ আর কোড থাকবে। টুইটারে মাধ্যমিকের ফল ঘোষণায় অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লিখেছেন, “মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে অভিনন্দন। আপনার প্রতিটি আগামী দিন সাফল্যে ভরে উঠুক।

মাধ্যমিক ফলাফল ২০২৩: টপারদের তালিকা

বর্ধমানের কাটোয়া দূর্গাদাসী চৌধুরানী গার্লস হাই স্কুলের ছাত্র দেবদত্ত মাঝি প্রথম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৬৯৭। বর্ধমান মিউনিসিপ্যাল ​​হাই স্কুলের শুভম পাল এবং মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ স্কুলের রিফাত হাসান সরকার দ্বিতীয় হয়েছেন। তার প্রাপ্ত নম্বর ৬৯১। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে মোট ৬ জন।টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল অর্ক মন্ডল, বড়চাঁপা দেউলিয়া হাইস্কুলের ছাত্র সৌম্যদীপ মল্লিক, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র সারোয়ার ইমতিয়াজ, মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র মাহির হাসান, স্বরাজ পাল, অর্ঘ্যদীপ সাহা ৬৯০ নম্বর পেয়েছেন। মাধ্যমিক ২০২৩ – এ বেলদা কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের সমদ্রিতা সেন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অনীশ বারুই, রঘুনাথ বেরা উচ্চ বিদ্যালয়ের তুহিন বেরা এবং বর্ধমান মিউনিসিপ্যাল ​​হাই স্কুলের অর্ক বন্দ্যোপাধ্যায় ৬৯৮ নম্বর নিয়ে চতুর্থ স্থান অর্জন করেছে। পঞ্চম স্থানে রয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের অরিজিৎ মণ্ডল ও শুভজিৎ দে। পঞ্চম মেদিনীপুর শারদা বিদ্যামন্দিরের সুপ্রভা আদক, বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষা নিকেতনের ঈশান পাল ছাড়াও পঞ্চম স্থানে রয়েছেন অন্বেষা চক্রবর্তী, অনুশ্রেয়, শুভজিৎ দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *