ঋণ পরিশোধ না করার জন্য বাড়ি শীল করলো বেসরকারি ব্যাংক
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত শ্রীপুর রোড মিলন মন্দিরের নিকট সুভাষ ধীবরের বাড়ি শীল করল এক বেসরকারি ব্যাংকের আধিকারিকগণ । বেসরকারি ব্যাংকের আধিকারিকের সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোলের ম্যাজিস্ট্রেট সঙ্গে কুলটি থানার পুলিশ বাহিনী । বাড়িটিকে শীল করার সময় যাতে কোন অপ্রিয়কর ঘটনা না ঘটে তার জন্য পুলিশে করা নিরাপত্তা করা হয়েছিল ।



সূত্র মারফত জানা যায় সুভাষ ধীবর ব্যাংক থেকে ৪৫ লক্ষ্য টাকা বাড়ির নামে ঋণ নিয়েছিল । সেই ঋণ পরিশোধ না করার জন্য আজ শুক্রবার দুপুরে সুভাষ ধীবরের বাড়ি শীল করল ব্যাংকের আধিকারিকগণ।
- Asansol – Burnpur Kalipuja Pandal श्रद्धालुओं को आकर्षित कर रहे
- শ্যাম সেল অ্যান্ড পাওয়ার লিমিটেডের কোক ওভেন ইউনিটে ভাঙচুর, উত্তেজনা
- বিএসএনএল অফিসে আগুন, চাঞ্চল্য
- দুর্গাপুর ধর্ষণ কান্ড, তদন্তে চাঞ্চল্যকর মোড়, ম্যাজিস্ট্রেটের কাছে দুজনের গোপন জবানবন্দি
- Asansol : वरिष्ठ व्यवसायी व समाजसेवी कन्हैया लाल शर्मा का निधन