ঋণ পরিশোধ না করার জন্য বাড়ি শীল করলো বেসরকারি ব্যাংক
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত শ্রীপুর রোড মিলন মন্দিরের নিকট সুভাষ ধীবরের বাড়ি শীল করল এক বেসরকারি ব্যাংকের আধিকারিকগণ । বেসরকারি ব্যাংকের আধিকারিকের সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোলের ম্যাজিস্ট্রেট সঙ্গে কুলটি থানার পুলিশ বাহিনী । বাড়িটিকে শীল করার সময় যাতে কোন অপ্রিয়কর ঘটনা না ঘটে তার জন্য পুলিশে করা নিরাপত্তা করা হয়েছিল ।













সূত্র মারফত জানা যায় সুভাষ ধীবর ব্যাংক থেকে ৪৫ লক্ষ্য টাকা বাড়ির নামে ঋণ নিয়েছিল । সেই ঋণ পরিশোধ না করার জন্য আজ শুক্রবার দুপুরে সুভাষ ধীবরের বাড়ি শীল করল ব্যাংকের আধিকারিকগণ।
- জামুড়িয়ায় জাতীয় সড়ক অবরোধ, পানীয়জলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ, উত্তেজনা
- এসআইআর পশ্চিম বর্ধমানে বিলি ৮৬ শতাংশ ইনুমেরেশন ফর্ম, সর্বদলীয় বৈঠকে ডিএম
- Paschim Bardhaman SIR अब तक 86% फॉर्म वितरित
- Raniganj Accident : कार के उड़े परखच्चे, तीनों यात्री सुरक्षित
- চেপ্টে গেল চারচাকা, অল্পের জন্য প্রাণে রক্ষা

