ASANSOL

আসানসোলে ২৮ টি ক্যামেরা দিয়ে মনিটরিং, কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন ডিসিপি

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: সোমবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (ট্রাফিক) আনন্দ রায় আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ড কার্যালয়ে সিসিটিভি কন্ট্রোল রুম উদ্বোধন করেন। এই অনুষ্ঠান উপলক্ষে, এসিপি ট্রাফিক প্রদীপ মণ্ডল, আসানসোল সাউথ ট্র্যাফিক গার্ড ওসি চিন্ময় মণ্ডল, সঞ্জয় কুমার মণ্ডল, জিতেন্দ্র কুমার শর্মা, সহ আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ডের সমস্ত কর্মী এবং সিভিক পুলিশের কর্মীরা উপস্থিত ছিলেন। ডিসিপি ট্রাফিক আনন্দ রায় ফিতে কেটে এবং কন্ট্রোল রুমের সাইনবোর্ড উন্মোচন করে কন্ট্রোল রুমের উদ্বোধন করেন। এরপরে, তিনি দক্ষিণ ট্রাফিক ইনচার্জ চিন্ময় মন্ডলের সাথে কন্ট্রোল রুমটি পরিদর্শন করেন এবং যেখানেই সিসিটিভি নিয়ন্ত্রণ করা হবে সেখানে কন্ট্রোল রুম থেকে সমস্ত কিছু পরীক্ষা করে দেখেন।

বস্তুত উল্লেখ্য, এই কন্ট্রোল রুম থেকে মোট ২৮ টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা যেতে পারে। এমনকি দক্ষিণ ট্রাফিক গার্ডের অধীনে বসানো সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও নজরদারি করা যাবে।

ট্রাফিক আধিকারিকরা আশা করছেন, এই কন্ট্রোল রুম চালু হলে ট্রাফিক কন্ট্রোল মনিটরিং করতে যেমন সুবিধা হবে, তেমনি অপরাধীদের ধরতেও অনেক সুবিধা হবে কারণ এখানে ব্যবহৃত ক্যামেরাগুলো খুবই হাইটেক ক্যামেরা। ওই ক্যামেরাগুলির মাধ্যমে রাস্তায় চলাচল করে গাড়ির নম্বরও স্পষ্ট দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *