সুধা হেলথকেয়ার এবং ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন, উদ্বোধন করলেন জেলাশাসক
বেঙ্গল মিরর, আসানসোল সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : সারা রাজ্যে জুড়ে বিশেষত পশ্চিম বর্ধমান জেলা সহ আসানসোল শিল্পাঞ্চলের রক্ত সংকট মেটাতে বিভিন্ন সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন। রক্ত আন্দোলনের সংগঠন ছাড়াও কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানও হাত বাড়িয়ে দেন। সেইমতো সোমবার আসানসোল বিএনআর মোড়ে সুধা হেলথ কেয়ার পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই রক্তদান শিবিরের উদ্বোধন করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ। জেলাশাসক এই অনুষ্ঠানের জন্য সুধা হেলথ কেয়ারের সাথে যুক্ত ভাস্কর গড়াই ও ডা: সত্রাজিৎ রায় সহ পুরো টিমকে অভিনন্দন জানান। তিনি বলেন এই ধরনের হেলথকেয়ার এবং ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে গ্রীষ্মের মরশুমে যেখানে জেলা হাসপাতালে রক্তের বিপুল চাহিদা রয়েছে যখন এমন রক্তদান শিবিরের আয়োজন করা হয় তা সমাজের কাছে একটি একটি বিশেষ বার্তা বহন করে।
জেলাশাসক পাশাপাশি বিভিন্ন সময়ে উপস্থিত হয়েছিলেন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, এসিপি অচিন্ত্য কুমার দে , ডা: সত্রাজিৎ রায়, ভাস্কর নারায়ণ গড়াই, কাশীনাথ গড়াই, আসানসোল জেলা হাসপাতাল ব্লাড ব্যাংকের মেডিক্যাল অফিসার ডা: সঞ্জিত চ্যাটার্জী, আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু, আসানসোল দক্ষিণ পিপি ওসি সঞ্জীব দে, ড: সত্রজিৎ রায়, ড: আর সি মল্লিক, ড: এন কে দত্ত, ড: এস মন্ডল, ড: পিসি মাজি, ড: হুসেন আহমেদ, পবন গুটগুটিয়া, কেদারনাথ গড়াই, অম্বিকা মুখোপাধ্যায় প্রমুখ।
এই রক্তদান শিবির থেকে প্রায় ৪১ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। রক্তদান শিবিরে ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বলেন, এই গ্রীষ্মের মরসুমে রক্তের ঘাটতি ও সংকট মেটানোর জন্য এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে যা প্রশংসনীয়।ওই সংগঠনের কর্ণধার ভাস্কর নারায়ণ গড়াই বলেন
বলেন, তাদের সংগঠনের উদ্দেশ্য সবসময়ই সামাজিক দায়িত্ব পালন করা, তাই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে যাতে মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা তৈরি হয়।তারা জানান, সুধা হেলথকেয়ার এই সিদ্ধান্ত নিয়েছে কিছুদিন অন্তর এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে।
- Tatanagar – Buxar Express समेत Asansol से चलनेवाली यह ट्रेनें देखें कब रहेंगी रद
- বারাবনি থানার ওসি মনোরঞ্জন মণ্ডল সাসপেন্ড
- Asansol : थानेदार मनोरंजन मंडल सस्पेंड
- পশুবলি নিষিদ্ধে আইন প্রণয়নের প্রয়োজনীয়তা পর্যবেক্ষণ হাইকোর্টের : অবশেষে বোল্লা কালী মন্দিরে বলি নিয়ে কাটল জটিলতা
- বেতন বৃদ্ধির দাবিতে আবারও আসানসোল পুরনিগমে বিক্ষোভ সাফাই কর্মীদের, আশ্বাস মেয়রের