জামুড়িয়া বিডিও অফিসে বিজেপি প্রার্থীর ডিসিআর কেড়ে নেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে , উত্তেজনা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ পশ্চিম বর্ধমান জেলার বারাবনির পরে এবার জামুড়িয়া। সোমবার মনোনয়ন পত্র জমা দেওয়ার তৃতীয় দিন আসানসোলের জামুডিয়া ব্লকের পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী মন্ত্রীময় ঘোষের মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য ডিসিআর সহ অন্য কাগজপত্র কেড়ে নেওয়া ও মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। একইসঙ্গে মনোনয়ন পত্র জমা নেওয়ার কেন্দ্রে পুলিশের ভূমিকার প্রতিবাদ করায় বিডিও অফিস থেকে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা মুখপাত্র বাপ্পা চট্টোপাধ্যায়কে কার্যত ধাক্কা দিয়ে বার করার অভিযোগ উঠলো জামুড়িয়া থানার পুলিশের বিরুদ্ধে। এদিন সকালের পরপর হওয়া এই দুটি ঘটনায় জামুড়িয়া বিডিও অফিস এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।




যদিও বিজেপি প্রার্থীর কাছ থেকে ডিসিআর কেড়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে জামুড়িয়া ব্লকের শাসক দল তৃনমুল কংগ্রেসের নেতৃত্ব। অন্যদিকে, পুলিশ জানায়, নির্বাচন কমিশনের নির্দেশ মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রার্থী না হওয়া সত্বেও নিয়ম ভেঙে যারাই বিডিও অফিসে ঢুকেছেন, তাদেরই বার করা হয়েছে।
এদিক বিজেপি নেতা মন্ত্রীময় ঘোষ অভিযোগ করে বলেন, আমি জামুড়িয়া ব্লকের পরাশিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পঞ্চায়েত সমিতির জন্য মনোনয়ন পত্র জমা দিতে এসেছিলাম। মনোনয়ন পত্রের জন্য ডিসিআর সহ অন্য কাগজপত্র নিয়ে বিডিও অফিস থেকে বার হবার মাত্র আমাকে তৃণমূলের লোকজন ঘিরে ধরে ব্যাপক মারধর করে। আমার হাতে থাকা মনোনয়নপত্র জমা দেওয়ার কাগজপত্র সব কেড়ে নেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। তিনি আরো জানান, সেই সময় ঘটনাস্থলে পুলিশ না থাকলেও, পরে সঙ্গে সঙ্গে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।
এই ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে বিডিও অফিস চত্বরে।
পাশাপাশি বিজেপির জেলা নেতা বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, পুলিশ তৃনমুল কংগ্রেসের দলদাসে পরিনত হয়েছে। তৃনমুল কংগ্রেসের নেতা দেখলে পুলিশ তাদের চা বিস্কুট খাওয়াচ্ছে। আর বিরোধীদের দেখলে, বার করে দিচ্ছে। আমি পুলিশকে তাদের কি কাজ তা বোঝাতে গেছিলাম। তাই আমাকে গলাধাক্কা দিয়ে বার করে দেওয়া হলো।
যদিও বিজেপির এইসব অভিযোগ অস্বীকার করে জামুড়িয়া ব্লকের সভাপতি সুব্রত ওরফে রানা অধিকারী বলেন, আমাদের কেউ কোন কিছু করেনি। বিরোধীদের কোন কিছু নেই। মিথ্যা অভিযোগ করে বাজার গরম করার চেষ্টা করছে।
- বিদ্যুৎ বিভ্রাট পথ অবরোধ করে বিক্ষোভ, ক্ষুব্ধ গ্রামবাসীদের
- এক বাইকের খোঁজে ৫ বাইক উদ্ধার, দুর্বল লক চোরেদের টার্গেট
- বার্নপুরে দামোদরে ভেঙে পড়লো পিএইচইর পাইনলাইনের ব্রিজ, বিস্তীর্ণ এলাকায় সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা
- আসানসোলে পাপ্পু ও বিবেকের বালিঘাটে পুলিশের হানা
- Breaking : पाइपलाइन पुल गिरा दामोदर में, पानी के लिए मचेगा हाहाकार