BARABANI-SALANPUR-CHITTARANJAN

মনোনয়ন প্রত‍্যাহারের চাপ দিতে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, আক্রান্ত, অভিযোগ শাসক দলের বিরুদ্ধে

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-মনোনয়ন প্রত‍্যাহারের চাপ দিতে প্রার্থীর বাড়িতে হামলা, আক্রান্ত বিজেপি প্রার্থী। অভিযোগ‍ের তীর শাসক দলের বিরুদ্ধে। ঘটনা সূত্রে বারাবনি বিধান সভার সালানপুর ব্লকের আছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিষাডি গ্রামের বাসিন্দা চিন্ময় তিওয়ারি ও তার স্ত্রী সিঙ্কু তিওয়ারি যথাক্রমে বিজেপির পক্ষ থেকে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছেন। অন‍্যদিকে তৃণমূলের পক্ষ থেকে সঞ্জয় সুকুলের স্ত্রী নবনীতা সুকুল পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছেন। সেই সূত্রে বিজেপি প্রার্থীদের নাম প্রত‍্যাহারে চাপ দিতে সোমবার রাতে তাদের কাকা সজল তিওয়ারিকে ও প্রার্থী চিন্ময় তিওয়ারিকে ফোন করা হয়। যেখানে বচসার সৃষ্টি হওয়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা চিন্ময়ের গ্রামে হাজির হয়ে তাকে মারধর করে। তাকে বাঁচাতে গিয়ে কাকা সজল তিওয়ারিও আক্রান্ত হয়।

এই বিষয়ে ইতিমধ‍্যে রূপনারায়ণপুর ফাঁড়িতে অভিযোগ জানানো হয়েছে বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী চিন্ময় তিওয়ারি। পাশাপাশি সংবাদ মাধ‍্যমকে জানিয়েছেন তার ওপর হরেরাম তিওয়ারি সঞ্জয় সুকুল ও পল্লব তিওয়ারিরা হামলা চালিয়েছে মনোনয়ন প্রত‍্যাহারের দাবিতে। যদিও সালানপুর ব্লকের তৃণমূলের সহ সভাপতি ভোলা সিং বলেন দোকান ও ব‍্যবসা সংক্রান্ত একটি পারিবারিক বিবাদকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে। যদিও ঘটনার সাথে কোনো রাজনৈতিক সংযোগ নেই। তিনি চেষ্টা করবেন উভয় পক্ষের সাথে একযোগে বৈঠক করে সমস‍্যার সমাধান করতে।

অন‍্যদিকে সঞ্জয় সুকুল দাবি করেছেন, তার স্ত্রী নির্বাচনে দাঁড়িয়েছেন বলেই তাকে ভিত্তিহীন অভিযোগে বদনাম করার চেষ্টা করা হচ্ছে।তিনি গত রাতে স্কুলের অনুষ্ঠানের প্রস্তুতিতে স্কুলেই ছিলেন। তবে বিজেপি জেলা নেতৃত্ব বিষয়টিকে এত সহজে ছেড়ে দিতে রাজি হননি। তারা প্রার্থীদের প্রকৃত অবস্থা যাচাই করতে ও প্রকৃত পরিস্থিতি জেনে দলীয় অবস্থান স্থির করতে প্রার্থীদের বাড়িতে পৌঁছান জেলা সভাপতি দিলীপ দে’র নেতৃত্বে। সেখানে সমস্ত কিছু বিস্তারিতভাবে জানার পরে বিজেপির ওই দলটি সালানপুর থানার আধিকারিক অমিত হাঁটি ও রূপনারায়ণপুর ফাঁড়ির আধিকারিক মইনূল হকের সাথে সাক্ষাতে রূপনারায়ণপুর ফাঁড়িতে পৌঁছান।

একই সাথে বিজেপি প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন কী কী ব‍্যবস্থা গ্রহণ করেছে, সেই বিষয়ে তথ‍্য সংগ্রহ করেন। একই সাথে এলাকায় নির্বাচন যাতে সুষ্ঠ ভাবে সম্পন্ন করা যায় সেই বিষয়টি নিয়েও তারা প্রশাসনের কাছে আবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *