নিষিদ্ধ পল্লির ঘটনা, মানসিক অবসাদে আত্মঘাতী বাংলাদেশী কিশোরী
বেঙ্গল মিরর, আসানসোল ও কুলটি, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরের লছিপুর নিষিদ্ধ পল্লি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো এক বাংলাদেশী কিশোরীর মৃতদেহ। পুলিশ জানায়, ঐ কিশোরীর বয়য় আনুমানিক ১৫ বছর। তার বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ থানার ৪৩, চারমানিক ধা এলাকায়। শুক্রবার রাতের এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শনিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে ঐ কিশোরীর মৃতদেহর ময়নাতদন্ত হয়।













পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশের গোপালগঞ্জ থানার ৪৩, চারমানিক ধা এলাকার বাসিন্দা এক মহিলা কুলটি থানার নিয়ামতপুরের লছিপুর নিষিদ্ধ পল্লির জনৈক সাহিদ শেখের বাড়িতে ভাড়া থাকতেন। পেশায় যৌন কর্মী ঐ মহিলা একমাস আগে ১৫ বছরের কিশোরী মেয়েকে এখানে নিয়ে আসেন। ঐ কিশোরীও যৌন কর্মী হিসাবে কাজ করতে শুরু করে। শুক্রবার রাতে ঐ কিশোরীকে ঐ ভাড়া বাড়ির একটি ঘরে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, কোন কারণে ঐ কিশোরী মানসিক অবসাদে ভুগছিলো। যে কারণে সে শুক্রবার রাতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। পুলিশ জানায়, মায়ের তরফে কোন অভিযোগ দায়ের করা হয় নি। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।
- আসানসোলে ৩৫০ কোটি টাকার কেলেঙ্কারি, শাসক দলকে একযোগে আক্রমণ বিজেপি ও কংগ্রেসের
- Asansol करोड़ों के घोटाले में तहसीन प्यादा, बड़ा खिलाड़ी कोई और : कांग्रेस
- দুর্গাপুর ধর্ষণ কান্ড : ধৃত ৫ জনকে সনাক্ত করতে টিআই প্যারেড, উপ – সংশোধনাগারে নির্যাতিতা
- Asansol करोड़ों के घोटाले के विरोध में भाजपा उतरी सड़क पर
- তালা বন্ধ ঘরে চুরি




