ASANSOL-BURNPURDURGAPURRANIGANJ-JAMURIA

রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু বধূর, বার্ণপুরে বাড়ির কুয়ো থেকে প্রৌঢ়ার ঝুলন্ত দেহ উদ্ধার

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ বাড়ির কুয়োর লোহার রড থেকে গলায় গামছার ফাঁস দেওয়া এক প্রৌঢ়ার ঝুলন্ত দেহ উদ্ধার হলো। শনিবার মধ্য রাতের এই ঘটনায় আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরের রাধানগর রোডে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত প্রৌঢ়ার নাম লীলা মন্ডল (৫৭)। রবিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে প্রৌঢ়ার মৃতদেহর ময়নাতদন্ত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বার্ণপুরের বাসিন্দা লীলা মন্ডল বেশ কিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। যে কারণে তার চিকিৎসাও চলছিলো। শনিবার রাতে অন্যদিনের মতো খাবার খেয়ে লীলাদেবী নিজের ঘরে শুয়ে পড়েন। রাত আড়াইটে নাগাদ লীলা মন্ডলের স্বামী বিনয় কৃষ্ণ মন্ডলের ঘুম ভেঙে যায়। তিনি দেখেন, স্ত্রী বিছানায় নেই। সঙ্গে সঙ্গে তিনি উঠে এদিকওদিক খু্ঁজতে গিয়ে দেখেন বাইরে কুয়োর লোহার রডে স্ত্রী গলায় গামছার ফাঁস লাগালো অবস্থায় ঝুলছেন। তার চিৎকার অন্যরা দৌড়ে আসেন। তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণে ঐ প্রৌঢ়া আত্মঘাতী হয়েছেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।

রেল গেট বন্ধ থাকার পরেও, রেললাইন পার করতে গিয়ে আপ শিয়ালদহ দিল্লি রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হলো এক গৃহবধূর। শনিবার ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের পানাগড় স্টেশন সংলগ্ন ১০৩ রেলগেটের কাছে। ঝাড়খণ্ডের জামতাড়া জেলার কুন্ডাহিত থানার অম্বার বাসিন্দা মৃত বধূর নাম লতিকা ঠাকুর (২৮)। রবিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে বধূর মৃতদেহর ময়নাতদন্ত হয়।
রেল পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেন যাতায়াতের কারণে অন্য সময়ের মতো শনিবার পূর্ব রেলের আসানসোল ডিভিশনের পানাগড় স্টেশন সংলগ্ন ১০৩ নং রেলগেট বন্ধ ছিলো। তারপরেও সেই বন্ধ রেলগেট দিয়ে রেললাইন পার করছিলেন লতিকা ঠাকুর। সেই সময় সেখানে চলে আসে আপ শিয়ালদহ দিল্লি রাজধানী এক্সপ্রেস। বুঝতে না পারায় ঐ ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে লতিকা ঠাকুর। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রেল পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে।

গাড়ির ধাক্কায় ট্রেলার চালকের মৃত্যু

রাস্তা পার করার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ট্রেলার চালকের। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়া থানার বাহাদুরপুরে একটি বেসরকারি কারখানার সামনে। বিহারের পাটনার পান্ডারক থানার মানিকপুরের বাসিন্দা মৃত ট্রেলার চালকের নাম জাগির রাম (৩৭)। রবিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে ট্রেলার চালকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিহারের বাসিন্দা জাগির রাম শনিবার রাতে কলকাতা থেকে ট্রেলার নিয়ে আসানসোলের জামুড়িয়া থানার বাহাদুরপুরে একটি বেসরকারি কারখানায় আসে। সেই কারখানা থেকে মাল লোড করে ট্রেলার নিয়ে বিহারের জামুই যাওয়ার কথা ছিলো। রাতে কারখানায় ট্রেলার দাঁড় করিয়ে জাগির রাম রাস্তা পার করছিলো। সেই সময় একটি গাড়ি তাকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *