জেলায় এলো কেন্দ্রীয় বাহিনী, রুটমার্চ সালানপুর ব্লকে
বেঙ্গল মিরর, আসানসোল ও সালানপুর, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়ঃ আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও পঞ্চায়েত নির্বাচনকে সুষ্ঠ ও শান্তিতে সম্পন্ন করার লক্ষে রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সেই মতো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর থানায় সোমবার বিকালে এসে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী। এদিন সালানপুর থানার বিভিন্ন এলাকায় রুটমার্চ শুরু করা হয় এই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ।আপাততঃ এদিন থেকে রাজ্য পুলিশ প্রশাসনের সহযোগিতায় ভোটারদের ভয় কাটাতে এলাকা ভিত্তিক রুটমার্চ শুরু করা হয়েছে বলে খবর।




এদিন সন্ধ্যা পর্যন্ত সালানপুর ব্লকের বিভিন্ন এলাকায় রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এদিন সালানপুর থানার ডাবরমোড় থেকে এই রুটমার্চ শুরু হয়। রুটমার্চ করার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী এলাকার সাধারণ মানুষেদের সঙ্গে কথা বলে তাদের কাছে এলাকার পরিস্থিতি সম্পর্কে অবগত হন। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনী বাসিন্দাদের পাশে থাকার ব্যাপারে আশ্বস্ত করে।
- শ্রীবালানন্দ ব্রহ্মচারীর সঙ্গে রিষড়া প্রেম মন্দির আশ্রমের সংযোগ : কল্যাণ চক্রবর্তী
- डेंगू रोकथाम के लिए औद्योगिक संस्थानों को डीएम का निर्देश
- अग्निकांड के बाद उठी दमकल केन्द्र की मांग, अभियान
- Asansol Wholesale Market के लिए लॉटरी 18 को
- আসানসোল ও দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ব সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক জেলাশাসক