সুধা হেলথ কেয়ারের পক্ষ থেকে পালিত হল ডক্টরস ডে
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: শনিবার বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে “ডক্টরস ডে” ( Doctors’ ডে) পালিত হয়েছে। এই উপলক্ষে বিএনআর মোড় এলাকায় অবস্থিত সুধা হেলথ কেয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিস্ট্রিক্ট লায়ন্স ক্লাব গ্রেটারের পক্ষ থেকে ৬ জন বিশিষ্ট চিকিৎসককে চারাগাছ ,স্টেথোস্কোপ, উত্তরীয় দ্বারা সম্মানিত করা হয়। ডাক্তারদের মধ্যে ডঃ রমন রাজ, ডাঃ বালামুরুগান, ডাঃ পার্থ ঘোষ, ডাঃ তমাল তরু সামান্থা, ডাঃ জয় শঙ্কর শাহ এবং ডাঃ এম সামান্থা রায় ছিলেন। অন্যদিকে লায়ন্স ক্লাব গ্রেটারের পক্ষে সভাপতি সাহানা কাজী, সেক্রেটারি রুমা মুখার্জি, কোষাধ্যক্ষ মীনা গড়াই, প্রদীপ ঘটক, বিশ্বজিৎ দাস, মনোজ কুমার, অম্বিকা মুখার্জি, সুরেশ প্রসাদ, সৌমরতি গড়াই, দোলা দত্ত, জিতু সিং, সম্ভবত সকলেই। এ সময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।




সভাপতি সাহানা কাজী বলেন, আজ চিকিৎসক দিবস এবং আজ তার সংগঠনের প্রতিষ্ঠা দিবস, তাই আজ তিনি শহরের বিশিষ্ট চিকিৎসকদের সম্মানিত করেছেন এবং সমাজের প্রতি তাদের অবদানের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন।তিনি বলেন যে ডাঃ বিধান চন্দ্র রায় একজন রাজনীতিবিদ ছিলেন কিন্তু একই সাথে তিনি একজন স্বনামধন্য বিশিষ্ট চিকিৎসক ছিলেন । তার চরিত্রের এই দিকটিকেও শ্রদ্ধা জানাতে পালিত হলো চিকিৎসক দিবস। অন্যদিকে আজ সম্মানিত চিকিৎসকরাও লায়ন্স ক্লাব গ্রেটার ও সুধা হেলথ কেয়ারের আধিকারকদের ধন্যবাদ জানান। এই দিনে সম্মানিত হওয়ায় তারা ভীষণ খুশি।তারা বলেন যে কোনো চিকিৎসকের জন্য আজকের দিনটি খুবই আনন্দের। বিশেষ এবং আজকের দিনে চিকিৎসা সেবার জন্য সম্মানিত হওয়া তাদের কাছে অনেক অর্থবহ।
- কোচবিহারে আক্রান্ত রাজ্যের বিরোধী দলনেতা, প্রতিবাদে আসানসোলে বিজেপির রাস্তা অবরোধ বিক্ষোভ
- আসানসোলে সেন্ট্রাম মলে দুষ্কৃতিদের তাণ্ডব, আতঙ্কিত কর্মী থেকে এলাকার বাসিন্দারা
- Asansol : मॉडिफाइड साइलेंसर के शोर पर पुलिस की सख्त कार्रवाई
- সাধুবেশে ছিনতাইয়ের অভিযোগে ধৃত চার
- Asansol : उमराह यात्रियों का उपमेयर ने किया सम्मान