RANIGANJ-JAMURIA

সিপিএম ও তৃনমুল কংগ্রেসের নেতাদের বাড়িতে হামলা, অভিযোগ, পাল্টা অভিযোগ

বেঙ্গল মিরর, জামুড়িয়া, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুড়িয়া ১টি ও দূর্গাপুরের কাঁকসা ব্লকের ৫ টি বুথ সহ মোট ৬টি বুথে সোমবার পুনর্নির্বাচন হচ্ছে। জামুড়িয়া ব্লকের চিঁচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ডাহুকা গ্রাম এফপি প্রাথমিক স্কুলে বুথে পুনর্নির্বাচনের কথা রবিবার রাতে রাজ্য নির্বাচন কমিশনের তরফে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনকে জানানো হয়। আরো জানা গেছে, ৮ জুলাই শনিবার ভোটের দিন সকালে জামুড়িয়ার এই বুথে ভালভাবেই ভোট শুরু হয়। কিন্তু দুপুর নাগাদ আচমকাই বহিরাগতরা বুথের মধ্যে ঢুকে ব্যালট বাক্সে জল ঢেলে দেয়। সেই কারণে জেলা নির্বাচন দপ্তরের রিপোর্টের ভিত্তিতে এই পুনর্নির্বাচন হচ্ছে।



আর এই গ্রামে এই পুনর্নির্বাচনের আগের রাত থেকে অশান্তি ও গন্ডগোল হওয়া শুরু হয়। অভিযোগ তৃণমূল নেতাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। পুনর্নির্বাচনের আগের রাতে ৬ শাসক দলের নেতার বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে সিপিএম সমর্থকদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে সিপিএমের তরফে। পাল্টা অভিযোগ করা হয়েছে শাসক দলের তরফে। তাদের দাবি, বাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। এক রাউন্ড গুলি চালানো হয়েছে। সিসিটিভির ফুটেজেও দেখা যাচ্ছে, বেশ কিছু যুবক লাঠি ও বাঁশ নিয়ে হামলা করছে।


সিপিএমের নেতা মনোজ দত্ত বলেন, জামুরিয়ার এই গ্রামে সিপিএমের সমর্থক প্রচুর পরিবার আছে। ঐসব পরিবার পুরুষশূন্য। গত রাতের ঘটনা ও এদিন সকালে তৃণমূল কংগ্রেসের দূষ্কৃতিদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার কারণে। তিনি আরো বলেন, পুলিশ রবিবার রাতে তিনজনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তার মধ্যে ১৭ বছরের এক কিশোর রয়েছে। যার সঙ্গে রাজনীতির কোন খবর নেই। এই সিপিএম নেতার দাবি, ঐ বুথে দলের প্রার্থীর জিত একদম নিশ্চিত ছিলো। কেননা, ঐ গ্রামে সিপিএমের প্রচুর সমর্থক আছে। সবাই আমাদেরকে ভোট দিচ্ছিলেন। এটা বুঝতে পেরে ভোটের দিন দুপুরে ইচ্ছাকৃত ভাবে ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়া হয়।
তৃনমুল কংগ্রেসের জামুড়িয়া ব্লক সভাপতি ( গ্রামীণ) সিদ্ধার্থ রানা বলেন, এই ঘটনার সঙ্গে দলের কোন সম্পর্ক নেই। ভোটের দিন সিপিএমের লোকেরা ঐ এলাকায় প্রচুর সন্ত্রাস করেছে। আর কি কারণে পুনর্নির্বাচন তা কমিশন বলতে পারবে।


পুলিশ জানায়, রবিবার রাতে ঐ এলাকায় একটা গন্ডগোল হয়েছিলো। অভিযোগ পাওয়ার পরে পদক্ষেপ নেওয়া হয়েছে। কোন সমস্যা নেই।
এদিকে, ডাহুকা বুথে এদিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পুনর্নির্বাচন হচ্ছে। তবে, বুথে সিপিএম সহ কোন বিরোধী দলের এজেন্ট ছিলোনা বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *