জাতীয় সড়কে দূর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু মহিলার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার ১৯ নং জাতীয় সড়কের গাড়ুইয়ে। অঞ্জাত পরিচয় মৃত মহিলার বয়স আনুমানিক ৫০ বছর।
জানা গেছে, এদিন সকালে সাড়ে নটা নাগাদ আসানসোলের ১৯ নং জাতীয় সড়কে গাড়ুইয়ে রাস্তা পার করছিলেন অঙ্গাত পরিচয় মহিলা। আচমকাই একটি গাড়ি তাকে ধাক্কা মারে।



এলাকার বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে আসানসোল উত্তর থানার ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে আসে। পরে মহিলার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে।
পুলিশ জানায়, গাড়ির ধাক্কায় মহিলার শরীর একবার পিষে গেছে। যে কারণে তাকে সনাক্ত করা অসম্ভব। তবুও তার নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।