আসানসোলের নতুন ডিআরএমের দায়িত্বে চেতনা নন্দ সিং
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Asansol News Today ) চেতনা নন্দ সিং বুধবার পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বা ডিআরএম হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন। শ্রী সিং ১৯৯৩ ব্যাচের ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্সের ( আইআরএসইই) একজন অফিসার। আসানসোলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার হিসাবে দায়িত্ব নেওয়ার আগে, তিনি প্রধান প্রশাসনিক আধিকারিক, গ্রিনফিল্ড লোকোমোটিভ প্রকল্প, পূর্ব মধ্য রেলওয়ে, হাজিপুর হিসাবে দায়িত্ব পালন করছেন।




এছাড়াও তিনি ভারতীয় রেলে বিভিন্ন পদে কাজ করেছেন। যেমন চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার (রোলিং স্টক)/মেট্রো রেল, জেনারেল ম্যানেজার/মেট্রো রেলওয়ে/কলকাতার সচিব। এর আগেও তার আসানসোল ডিভিশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ।
তিনি ১৯৯৯ সালে আসানসোল ডিভিশনে ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার/টিআরএস/আসানসোল হিসাবেও কাজ করেছেন।
- 100 Pipers Controversy : शराब की बोतलों पर कविगुरु की कविता
- আসানসোলে বাংলা দিবস উপলক্ষে ” শুভ নববর্ষ বরণ ” অনুষ্ঠান
- বিদেশী মদের বোতলে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, নববর্ষেই বিতর্ক, আন্দোলনে নামার হুঁশিয়ারী বাংলা পক্ষের
- আসানসোল শহরে ফ্লাইওভার সহ একাধিক দাবি নিয়ে নববর্ষে মন্ত্রীর কাছে ফসবেকি
- Durgapur NIT में विस्फोट ! प्रोफेसर व छात्र घायल