দূর্গাপুর এসিজেএমের এজলাস বয়কট আইনজীবীদের, কারণ নিয়ে ধোঁয়াশা
বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ ( Durgapur Court News ) পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুর মহকুমা আদালতের এসিজেএমের এজলাস বয়কট করেছেন আইনজীবীরা। গত ১৩ জুলাই থেকে এই বয়কট চলছে বলে জানা গেছে। কিন্তু ঠিক কি কারণে এই বয়কট তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আইনজীবী বা দূর্গাপুর মহকুমা আদালতের বার এ্যাসোসিয়েশনের তরফে সরাসরি এই এজলাস বয়কট করা হয়েছে বলে মানতে চায়নি। বলা হচ্ছে, আইনজীবীদের ঐ এজলাসে এই মুহুর্তে কোন কাজ নেই তাই তারা যাচ্ছেন না। এও বলা হয়েছে, একটা আভ্যন্তরীন সমস্যা হয়েছে।
এদিকে এই সমস্যা নিয়ে বার এ্যাসোসিয়েশনের সদস্য আইনজীবীদের সঙ্গে বিচারকদের মঙ্গলবার একটি বৈঠক হয়েছে।
তবে এই বিষয় নিয়ে একটা ঘটনা প্রকাশ্যে এসেছে। অনেকেই মনে করেন, ঐ ঘটনা এই বিষয়ের সঙ্গে সরাসরি যুক্ত।
জানা গেছে, গত ১১ জুলাই পঞ্চায়েত ভোট গণনার দিন পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরের বুদবুদে কংগ্রেস সহ একাধিক বিরোধী দলের কর্মীদের উপর মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঐ দিন ঘটনার পরে কংগ্রেসের তরফে বুদবুদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিলো। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সেদিন রাতেই চকতুলসি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীর স্বামী রতন মন্ডল সহ ১১ জনকে গ্রেফতার করে। রতন মন্ডল দুর্গাপুর মহকুমা আদালতের মুহুরি। রতন মন্ডল সহ ১১ জনকে পুলিশ গ্রেফতার করে ১২ জুলাই দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। আদালতের বিচারক এসিজেএম অসীমানন্দ মন্ডল ঐ ১১ জনের জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এরপরই দুর্গাপুর আদালতের বার অ্যাসোসিয়েশন একটি জেনারেল বডির বৈঠক করে।সেই বৈঠকের পরে এসিজিএম এজলাসে যাওয়া আইনজীবীরা বন্ধ রেখে দেন।
বুধবার দুপুরে দুর্গাপুর মহকুমার নতুন আদালত ভবনে আইনজীবীদের সঙ্গে বিচারকদের একটি বৈঠক হয়। পরে বার এ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই সাংবাদিকদের বলেন, বুধবার দুপুরের পরে একটা বৈঠক করা হবে। সেখানে কি সিদ্ধান্ত নেওয়া হলো তা আপনাদেরকে বিকেলের পরে জানিয়ে দেওয়া হবে। তিনি আরো বলেন, এটা একটা আমাদের আভ্যন্তরীন সমস্যা।