আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে রোবোটিক্স প্রতিযোগিতার আয়োজন
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল নর্থ পয়েন্ট স্কুল শিশুদের সর্বাঙ্গীণ বিকাশের জন্য সর্বদা সচেতন এবং সেই লক্ষ্যমাত্রা নিয়ে প্রচেষ্টায় ব্রতী রয়েছে। এরই ধারাবাহিকতায় আসানসোলের চাঁদা এলাকায় অবস্থিত আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে একটি রোবোটিক্স প্রতিযোগিতার আয়োজন করা হয়ে। এই প্রতিযোগিতায় শিশুরা রোবোটিক্স সম্পর্কিত অনেক কিছু শিখেছে।
এই বিষয়ে নর্থ পয়েন্ট স্কুলের পক্ষ থেকে গৌরব রায় বলেন যে আসানসোল নর্থ পয়েন্ট স্কুল সবসময় শিশুদের সার্বিক বিকাশের জন্য সচেষ্ট থাকে, এই ধারাবাহিকতায় এই স্কুলে উচ্চ শ্রেণীতে অধ্যয়নরত শিশুদের মধ্যে একটি রোবোটিক্স প্রতিযোগিতার আয়োজন করা হয়, যাতে এই শিশুরা রোবোটিক্স সংক্রান্ত বেশ কিছু জিনিস তৈরি করেছে। পাঁচ জনের এক একটি টিমে ভাগ হয়ে এই শিশুরা তাদের নতুন উদ্ভাবনাশক্তি দিয়ে তৈরি করেছে। গৌরব রায় আরো বলেন যে দেশের বিভিন্ন রাজ্যে এরকম প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে যে অন্তর্নিহিত প্রতিভা লুকিয়ে থাকে এবং যাতে সেগুলি উন্মোচিত হয় সেই কথা ভেবেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের শিশুদের সেরকমই সুযোগ দেওয়ার জন্য এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।