নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মোটরবাইকের, খনি কর্মীর মৃত্যু, জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু একজনের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ* নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে মোটরবাইকের ধাক্কা। এই দূর্ঘটনায় মৃত্যু হলো মোটরবাইক চালক এক ইসিএল কর্মীর। বুধবার বিকেল চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার সীতারামপুরের বোকাবাবা মন্দিরের কাছে। কুলটি থানার মিঠানি কোলিয়ারির বাসিন্দা মৃত ইসিএল কর্মীর নাম রাহুল বিন্দ (২২)। বৃহস্পতিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে ইসিএল কর্মীর মৃতদেহর ময়নাতদন্ত হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, মিঠানি কোলিয়ারির বাসিন্দা রাহুল বিন্দ দেড় বছর আগে বাবার মৃত্যুর পরে ইসিএলের খাস কাজোড়া কোলিয়ারিতে চাকরি পান। এক বছর আগে রাহুল বিয়ে করে কর্মস্থল খাস কাজোড়া কোলিয়ারিতে স্ত্রীকে নিয়ে থাকছিলেন। বুধবার বিকেল চারটে নাগাদ রাহুল মোটরবাইক করে মিঠানি কোলিয়ারিতে আসছিলেন। আসানসোলের কুলটি থানার সীতারামপুরে ১৯ নং জাতীয় সড়ক লাগোয়া বোকাবাবা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে তার মোটরবাইক ধাক্কা মারে। তাতে ছিটকে পড়ে সে গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু একজনের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ১৯ নং জাতীয় সড়কে রাস্তা পারাপার করার সময় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক পথচারীর। ঘটনাটি ঘটেছে গত ১৮ জুলাই আসানসোলের জামুড়িয়া থানার বোগড়া শ্মশান কালি মন্দিরের কাছে। অঙ্গাত পরিচয় মৃত পথচারীর বয়স আনুমানিক ৫৫ বছর। বুধবার বিকেলে আসানসোল জেলা হাসপাতালে পথচারীর মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অঙ্গাত পরিচয় ঐ ব্যক্তি গত ১৮ জুলাই রাতে আসানসোলের জামুড়িয়া থানার বোগড়া শ্মশান কালি মন্দিরের কাছে ১৯ নং জাতীয় সড়ক পার করছিলেন। সেই সময় কোন গাড়ি বেপরোয়া ভাবে এসে তাকে ধাক্কা মারে। তাতে সে গুরুতর জখম হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। বুধবার সকালে সেখানে তার মৃত্যু হয়।