ASANSOL

পর্বতারোহণ সংগঠন পিকার্স এর পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :পর্বতারোহণ সংক্রান্ত সংগঠনের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ডাঃ মিলন সেনগুপ্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আসানসোল ইনডোর স্টেডিয়ামের কাছে সংস্থার কার্যালয়ে বুধবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এখানে প্রথমে ডাঃ মিলন সেনগুপ্তের ছবিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর এই রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়, আয়োজকদের মতে, এখানকার ৫০টি ইউনিট রক্ত সংগৃহীত হয়।

সংগঠনের কার্যকরী সভাপতি সোমনাথ গড়াই বলেন, আজ মিলন সেনগুপ্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী, এই উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে যেখানে ৫০ ইউনিটের বেশি রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এর মাধ্যমে তিনি সমাজকে বার্তা দিতে চান যে তার সংগঠন পর্বতারোহণের সাথে জড়িত কিন্তু এই ধরণের সামাজিক কাজও সংগঠনের সদস্যরা করে থাকেন। তারা সবার আগে এসে এ ধরনের অনুষ্ঠান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পাঞ্চলের রক্তদান আন্দোলনের পুরোধা প্রবীর ধর, সংস্থার সম্পাদক ভাস্কর নারায়ণ গড়াই, ব্যাঙ্ক অফ বরোদার ম্যানেজার রঞ্জন পাঠক, আসানসোলের লায়ন্স ক্লাবের সভাপতি বিপাশা কাজী, মীরা গড়াই, সোমনাথ বিসওয়াল, সিদ্ধার্থ আইন, বন্দনা ঘোষ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *