ASANSOL

পশ্চিম বর্ধমান জেলা : ” নির্মল বিদ্যালয় ও কলা উৎসব প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ পশ্চিম বর্ধমান জেলার জেলা স্তরের নির্মল বিদ্যালয় ও কলা উৎসব প্রতিযোগিতা ২০২২ এর বিজয়ীদের পুরস্কার দেওয়া হলো। এই উপলক্ষে বুধবার দুপুরে আসানসোলের রবীন্দ্র ভবনে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলাশাসক এস অরুণ প্রসাদ, অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দোপাধ্যায়, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। পশ্চিম বর্ধমান জেলা সমগ্র শিক্ষা মিশন এই প্রতিযোগিতার আয়োজন করে।


প্রসঙ্গতঃ, শিক্ষার প্রচারের জন্য রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের তরফে অনেকগুলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যার মধ্যে নির্মল বিদ্যালয় ও কলা উৎসব দুটি অন্যতম প্রতিযোগিতা। যার মাধ্যমে শুধুমাত্র স্কুল প্রাঙ্গনের পরিচ্ছন্নতা ও শিক্ষার্থীদের সর্বাত্মক বিকাশের উপর জোর দেওয়া হয় না, শিক্ষার স্তরের উপরও জোর দেওয়া হয়। পাশাপাশি তা বাড়ানোর দিকে উদ্যোগও নেওয়া হয়। এর সাথে সিট এন্ড ড্র ও অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো ২০২২ সালে। এদিন রবীন্দ্র ভবনে পশ্চিম বর্ধমান জেলার জেলা স্তরে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। এর মূল উদ্দেশ্য, যাতে ছাত্রছাত্রীরা পড়ালেখার প্রতি উৎসাহিত হয় ও তাদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাগুলিকে সামনে আনা যায় যাতে তারা আগামী দিনে আরও ভাল নাগরিক হয়ে উঠতে পারে।
এই প্রসঙ্গে জেলার ডিপিআরডিও তমোজিৎ চক্রবর্তী বলেন, স্কুল ও পড়ুয়া মিলিয়ে প্রায় ৫০ টি পুরষ্কার দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *