ASANSOL

আসানসোল শিল্পাঞ্চলে সাড়ম্বরের সঙ্গে পালিত মহরম

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল শহর তথা গোটা শিল্পাঞ্চল জুড়ে শনিবার সাড়ম্বরের সঙ্গে পালিত হলো মহরম। এদিন সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকা থেকে আখড়া কমিটি আকর্ষণীয় তাজিয়া সহ আখড়া বার করে। আসানসোল-সহ আশেপাশের এলাকা থেকে সেইসব সুসজ্জিত তাজিয়া পৌঁছায় জিটি রোডে। এই তাজিয়াকে কেন্দ্র করে যাতে কোন সমস্যা না হয়, তারজন্য আসানসোল শহরকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়। আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (সেন্ট্রাল) কুলদীপ সোনেয়ালের নেতৃত্বে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।আখড়ার সঙ্গে লোকেরা নিজেদের মতো করে স্টান্ট বা কসরত দেখান।

অন্যদিকে আসানসোল কেন্দ্রীয় মহরম কমিটি, আসানসোল দুর্গাপুর পুলিশ, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, আসানসোল মার্কেট কমিটি, তৃণমূল কংগ্রেস জেলা কমিটি, আসানসোল উত্তর বিধানসভা, আসানসোল ব্লক ১ এবং ৪৪ নম্বর ওয়ার্ড, একতা মঞ্চের পক্ষ থেকে জিটি রোডের পাশে পরিষেবা দেওয়ার জন্য শিবিরের আয়োজন করা হয়েছিলো । আখড়া কমিটির উদ্যোগেও আলাদা করে শিবিরের আয়োজন করা হয়।

আসানসোলের কুমারপুর, তালপুকুরিয়া, বুধা, হটন রোড, চেলিডাঙ্গা, ইসলামপুর সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আখড়া এবং তাজিয়া জিটি রোডে পৌঁছায় সন্ধ্যার পরে।রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক, তৃনমুল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন তরফে দাসু, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিম-উল-হক, কাউন্সিলর ববিতা দাস, জিতু সিং, বোরো চেয়ারম্যান রাজেশ তিওয়ারি, তৃণমূল নেতা আকাশ মুখার্জি, আবু কর্ণেল সহ অনেকেই, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন ও তৃণমূল কংগ্রেসের শিবিরে উপস্থিত ছিলেন।

বাজার কমিটি ক্যাম্পে পিন্টু গুপ্তার নেতৃত্বে আখড়া কমিটিগুলিকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে মনোজ শর্মা, বিকাশ গুপ্তা প্রমুখ উপস্থিত ছিলেন। আসানসোল দুর্গাপুর পুলিশের সাউথ থানার ক্যাম্পে আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু, মহাবীর স্থান কমিটির সম্পাদক অরুণ শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *