বিনা চালানের গুল বোঝাই লরি বাজেয়াপ্ত, দালাল গ্রেফতার
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশের বড়সড় সাফল্য। ঝাড়খণ্ডের নির্সা থেকে বিনা চালানে একটি গুল বোঝাই দশ চাকার লরিকে পুরানো কল্যাণেশ্বরী মন্দিরের কাছে দু নম্বর জাতীয় সড়কের ওপর আটক করে চালক সহ তিনজন দালালকে গ্রেফতার করে পুলিশ। একই সাথে ওই গুল বোঝাই লরিটিকে বাজেয়াপ্ত করে।




ঘটনা সূত্রে মঙ্গলবার বৃষ্টির আবহাওয়াকে কাজে লাগিয়ে বিনা চালানের গুল ভর্তি লরিটিকে বাংলা ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেকপোষ্ট অতিক্রম করতে সহযোগিতা করে ঝাড়খণ্ডে বাসিন্দা সুবোধ রায়, পাপ্পু কুমার রায় ও মৃত্যুঞ্জয় ওরফে বাপী যাদব নামের তিনজন দালাল। যারা অন্য একটি চার চাকা গাড়িতে থেকে গুল ভর্তি লরিটির পথ প্রদর্শকের কাজ করছিল। লরিটি ঝাড়খণ্ড থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজন দালাল ও লরির চালক বাঁকুড়া নিবাসী উত্তম মণ্ডলকে গ্রেফতার করে। একই সাথে লরি ও চার চাকা গাড়ি দুটিকে চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ আটক করে নিয়ে আসে । বুধবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হয় পুলিশ তদন্তের স্বার্থে পাঁচদিনের পুলিশি হেফাজতের আবেদন করা হবে বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
- তিলাবনি কোলিয়ারির এমডিও প্রজেক্ট বন্ধ করে বিক্ষোভ জমিহারাদের
- 100 Pipers Controversy : शराब की बोतलों पर कविगुरु की कविता
- আসানসোলে বাংলা দিবস উপলক্ষে ” শুভ নববর্ষ বরণ ” অনুষ্ঠান
- বিদেশী মদের বোতলে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, নববর্ষেই বিতর্ক, আন্দোলনে নামার হুঁশিয়ারী বাংলা পক্ষের
- আসানসোল শহরে ফ্লাইওভার সহ একাধিক দাবি নিয়ে নববর্ষে মন্ত্রীর কাছে ফসবেকি