আসানসোলে “ই-মোশন” এর পক্ষ থেকে “ফ্রেন্ডশিপ ডে” উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন
বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত, রাজা বন্দোপাধ্যায় : রবিবার, “ফ্রেন্ডশিপ ডে” উপলক্ষে “ই-মোশন” নামে একটি সংস্থার পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই রক্তদান শিবির আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী রক্তদান শিবিরে যেটি জিটি রোডের পাশেই রয়েছে। এই রক্তদান শিবিরের সহযোগিতা করে আয়োজনে বার্নপুর সোশ্যাল ওয়েলফেয়ার ভলেন্টারি ব্লাড ডোনার্স ।




এ বিষয়ে সংগঠনের একজন সদস্য জানান, ‘ই-মোশন’ নামের সংগঠনের উদ্যোগে রক্তদান শিবিরের নবম বছর এটি। প্রতি বছরের মতো এ বছরও আয়োজনে সহযোগিতা করেছেন রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধর। তিনি বলেন, আজকে ফ্রেন্ডশিপ ডে এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখতে তিনি এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন যাতে রক্তের মাধ্যমে মানুষের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হয়।
এই রক্তদান শিবিরে মোট ৩৪ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। শিবিরে প্রবীর ধর, বিলাল খান, মহ: কামাল, অর্ক মন্ডল ছাড়াও অনেক সদস্য অংশ নেন। জেলা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের পক্ষে রিদ্দীশ রায় সহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।
- পিএইচইর পাইপলাইন ভেঙে পড়ার ঘটনা, জেলাশাসককে একাধিক দাবিতে স্মারকলিপি সিপিএমের
- Asansol : पुल गिरा चढ़ा राजनीतिक पारा, भाजपा – सीपीएम का हमला, उपमेयर का बचाव
- আসানসোল আদালতে আইনজীবীদের বিক্ষোভ
- Asansol : जन्मदिन पार्टी से लौटने में हुआ हादसा युवक की मौत, अस्पताल में तोड़फोड़
- Rupnarayanpur Kidnapping : 6 दिन से छात्रा का सुराग नहीं, मांगी फिरौती, पिता जहाँगीर की सीएम से गुहार