ASANSOL

AIEMP এর ১১তম প্রতিষ্ঠা দিবসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোলের বাগবন্দীতে অবস্থিত “আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট পলিটেকনিকের ( AIEMP) ১১ তম প্রতিষ্ঠা দিবসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রথমেই প্রদীপ প্রজ্বলন করা হয়। এরপর কেক কেটে সবার মাঝে বিতরণ করা হয়। অন্যদিকে, বার্নপুর সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি ভলান্টারী ব্লাড ডোনার্স এর সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদাতার সহায়তায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই সাথে ইনস্টিটিউট ক্যাম্পাসে চারাগাছ রোপণ করা হয়।

অনুষ্ঠান চলাকালে ইনস্টিটিউটের ডিরেক্টর এইচএন মিশ্র জানান, প্রতিষ্ঠানটি ১১ বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে ৩৩ জন শিক্ষার্থী রক্তদান করেন। তিনি বলেন, তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সমাজসেবামূলক কাজে এগিয়ে রয়েছে। পাশাপাশি তিনি বলেন, পরিবেশ রক্ষায় ইনস্টিটিউট চত্বরে চারাগাছ রোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের পুরোধা প্রবীর ধর, ইনস্টিটিউটের অধ্যক্ষ ডাঃ লিশা মিশ্র, আধিকারিকগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *