RANIGANJ-JAMURIA

ইসিএলের ঠিকা শ্রমিক, অধিকার ইউনিয়নের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রবিবার রানীগঞ্জের বাস স্ট্যান্ড এলাকায় ছুটির দিনেই ইসিএলের ঠিকা শ্রমিক, অধিকার ইউনিয়নের পক্ষ থেকে, মনিপুরের দাঙ্গা ও দেশজুড়ে বিভেদের রাজনীতি রুখে দেওয়া ডাক দিয়ে, শ্রমিক, কৃষক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রতিবাদ কর্মসূচিতে সরব হল অধিকার ইউনিয়ন। বিক্ষোভকারীদের দাবি মনিপুরে মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে যে জাতিগত দাঙ্গা চলছে তা অবিলম্বে বন্ধ করার দায়িত্ব নিতে হবে কেন্দ্রের মোদি সরকারকে, যেকোনো রাজ্যের যেকোনো দাঙ্গা বন্ধ করার দায়িত্ব কেন্দ্র সরকারের।


তাই অবিলম্বে এই দাঙ্গা রুখতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে কেন্দ্রের মোদি সরকারকে, এই দাবি করে ও হরিয়ানায় একতরফা ভাবে আক্রমণ চলছে, এই অভিযোগ তুলে, এই সকল আক্রমণের ষড়যন্ত্রকারীদের কঠিনতম শাস্তির দাবি সহ, দাঙ্গার জন্য ষড়যন্ত্রে যারা যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানালো ইসিএলের ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়ন। রবিবার তারা রানীগঞ্জের রেলস্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় বিভিন্ন ব্যানার পোস্টার সহযোগে তাদের দাবিদাওয়া গুলি তুলে ধরে বিক্ষোভের সরব হয়। এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের সম্পাদক দুগাই মুর্মু, সভাপতি স্বাধীন মন্ডল, ইন্দ্রজিৎ মুখার্জি, সুদীপ্তা পাল, পার্থ ঘোষ, সুমন কল্যাণ মৌলিক, হৃদয় পাল রমজান খান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *