হোটেল ইডেন গার্ডেনে ভারত-পাকিস্তান ম্যাচের দিন আকর্ষণীয় ছাড়
বেঙ্গল মিরর, আসানসোল: আসানসোলের সেনরেলে রোডের হোটেল ইডেন গার্ডেনে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের দিন দেওয়া হচ্ছে আকর্ষণীয় ছাড়। হোটেলের মালিক লক্ষ্মী কান্ত রায় জানান ইডেন গার্ডেনে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে। এদিন ক্রীড়াপ্রেমীরা হোটেলে ম্যাচ দেখার পাশাপাশি সুস্বাদু খাবার উপভোগ করতে পারবেন।














এছাড়া হোটেলের জেনারেল ম্যানেজার সুতপা শীল জানান, এদিন ক্রীড়াপ্রেমীদের রেস্তোরাঁয়ও আকর্ষণীয় ছাড় দেওয়া হবে। আসানসোলের সেনরেলে রোডে ইডেন গার্ডেন হোটেল নতুন খোলা হয়েছে। এখানে সুসজ্জিত রুমের পাশাপাশি একটি রেস্টুরেন্ট এবং ব্যাঙ্কুয়েট হল রয়েছে।
- দুর্গাপুরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য, সম্পর্কের টানাপোড়েনে মানসিক অবসাদে আত্মহত্যা, দাবি
- আইপ্যাক কান্ড মুখ্যমন্ত্রী নাটক করেছেন, কটাক্ষ অগ্নিমিত্রা পালের
- আসানসোলে ব্যস্ততম রাস্তায় আচমকাই বাইকে আগুন, এলাকায় চাঞ্চল্য
- খনিতে ধসের ঘটনা ২৪ ঘন্টা পরে এলাকা পরিদর্শনে পুলিশ ও সিআইএসএফ
- प्रॉपर्टी टैक्स और ट्रेड लाइसेंस को लेकर चैंबर ऑफ कॉमर्स ने की नगर निगम कमिश्नर से मुलाकात


