RANIGANJ-JAMURIA

অল ইন্ডিয়া পোষ্টাল এমপ্লয়িজ ইউনিয়নের বিভাগীয় সম্মেলন, ডাক বিভাগের বেসরকারিকরণের বিরুদ্ধে সরব

বেঙ্গল মিরর, রানিগঞ্জ ও আসানসোল, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়ঃ ভারতীয় ডাকবিভাগ বেসরকারীকরণ করার কেন্দ্রীয় সরকারের পরিকল্পনাকে “চক্রান্ত ‘ বলে তার বিরুদ্ধে জোরদার আন্দোলনে সামিল হয়েছেন ডাক বিভাগের কর্মীরা। অভিযোগ, ডাক কর্মীদের এই আন্দোলনকে দুর্বল করতেই বর্তমান কেন্দ্রীয় সরকার ডাককর্মীদের ইউনিয়নের স্বীকৃতি বাতিল করেছে।
অল ইণ্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়নের (গ্রুপ-সি) আসানসোল বিভাগীয় সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে রবিবার রানিগঞ্জে একথা বলেন সংগঠনের রাজ্য সম্পাদক অসিত বঙ্গবাস। তিনি বলেন, নয়া শ্রমকোড লাঘু করে শ্রমজীবীদের অধিকার হরণ করতে উঠেপড়ে লেগেছে বিজেপি সরকার। সারা দেশের সম্পদকে কর্পোরেট সংস্থার হাতে তুলে দিতে চায় দিল্লীর সরকার।


রানিগঞ্জ কয়লাশ্রমিক ভবনে এদিন পতাকা উত্তোলন করে সম্মেলনের সূচনা হয়। এই সম্মেলনে ৪৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুভাষ চক্রবর্তী, তপন ভৌমিক, অধীর দাস সহ অন্য নেতৃবৃন্দ।
তারা তাদের বক্তব্য রাখতে গিয়ে বলেন, শূণ্যপদ পূরণ না করে ডাকবিভাগে আউট সোর্সিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করছে। ঠিকা শ্রমিকের মতো কাজ করাতে চাইছে। সারাদেশের ১ লক্ষ ৫৬ হাজার পোস্ট অফিসের পরিকাঠামোর উন্নয়ন না করে পরিষেবা থেকে দেশবাসীকে বঞ্চিত করা হচ্ছে। নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, ডাক বিভাগকে বেসরকারী সংস্থার হাতে গেলে দেশের মানুষের সঞ্চিত অর্থ নিরাপদে থাকবে না। এদিন সবমিলিয়ে ২০ জন প্রতিনিধি আলোচনায় অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *