DURGAPUR

দুর্গাপুর স্টেশনে দুটি নতুন এসকেলেটরের উদ্বোধনে সাংসদ, পানাগড়ে ট্রেনের নতুন স্টপেজ চালু

বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া বৃহস্পতিবার এক অনুষ্ঠানে দুর্গাপুর স্টেশনে দুটি নবনির্মিত এসকেলেটর উদ্বোধন করেন। এছাড়াও বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোরুইয়ের উপস্থিতিতে সাংসদ পানাগড় স্টেশনে কলকাতা-গোরক্ষপুর এক্সপ্রেস ট্রেনের নতুন স্টপেজের শুভ সূচনা করেন সবুজ পতাকা দেখিয়ে। এই অনুষ্ঠানে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বা ডিআরএম চেতনা নন্দ সিংও উপস্থিত ছিলেন।



সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া দুর্গাপুর স্টেশনের প্ল্যাটফর্ম সহ আশেপাশের বিভিন্ন রেল প্রকল্প সম্পর্কে ব্যাখ্যা করেন। দুটি নতুন এসকেলেটর উদ্বোধন প্রসঙ্গে সাংসদ বলেন, স্টেশনগুলিতে যাত্রী সংখ্যা বৃদ্ধির কারণে রেলস্টেশনগুলিতে এসকেলেটর তৈরি করা হচ্ছে। এরফলে প্ল্যাটফর্মে যাত্রী চলাচলে গতি বাড়নে এবং দ্রুত প্ল্যাটফর্মে ভিড় কমবে। এটি বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম মানুষদের সহজে এবং ঝামেলা মুক্ত চলাচলের জন্য বিশেষভাবে উপযোগী। যাত্রীদের লাগেজ সহ সহজে চলাচলের জন্য এটি খুবই সুবিধাজনক। এই অনুষ্ঠানে বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুইও বক্তব্য রাখেন।



এরই সঙ্গে সুরিন্দর সিং আলুওয়ালিয়া পানাগড় স্টেশনে ১৫০৪৭/ ১৫০৪৮ নং কলকাতা-গোরক্ষপুর-কলকাতা পূর্বাচল এক্সপ্রেসের নতুন স্টপেজ উদ্বোধন করেন। তিনি বলেন, এই এক্সপ্রেস ট্রেনের পানাগড় স্টেশনে নতুন স্টপেজ ব্যবসায়ী, কৃষক থেকে সাধারণ মানুষকে সাহায্য করবে। যা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের দিকে নিয়ে যাবে।



পূর্ব রেল সূত্রে জানা গেছে, ১৫০৪৭ নং কলকাতা-গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস ১৭.৩০ মিনিটে পানাগড় পৌঁছাবে ও ১৭.৩১ মিনিটে ছাড়বে। একইভাবে ১৫০৪৮ নং গোরক্ষপুর-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস ০১.০২ মিনিটে পানাগড় স্টেশনে পৌঁছাবে এবং ০১.০৩ মিনিট ছাড়বে৷ এই ট্রেন পরীক্ষামূলক ভিত্তিতে দুদিকে ভ্রমণ করার সময় পানাগড় স্টেশনে ১ মিনিটের জন্য থামবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *