সিবিআইয়ের বিশেষ আদালত থেকে গরু পাচার মামলার নথি যেতে দেরি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ তৃতীয় বার শুনানির শেষে গত বুধবার ৬ সেপ্টেম্বর গরু পাচার মামলা চলে গেছে দিল্লিতে। সেদিন শুনানিতে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী এই নির্দেশ দিয়ে বলেছিলেন ১১ সেপ্টেম্বরের মধ্যে ইডিকে এই মামলার নথি নিয়ে যেতে হবে। কিন্তু এই সময়ের মধ্যে অর্থাৎ সোমবারের মধ্যে ইডি গরু পাচার মামলার নথি দিল্লি নিয়ে যেতে পারলো না। যার প্রধান কারণ দিল্লিতে জি-২০ সম্মেলন।













এদিন কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর কাছে ইমেলে একটি আবেদন করা হয়। তাতে বলা হয়েছে, দিল্লিতে জি-২০ সম্মেলনের জন্য কড়া নিরাপত্তা ও বিধিনিষেধ ছিলো। সেই কারণে তারা আসানসোল থেকে এই নথি দিল্লিতে আনার ব্যবস্থা করে উঠতে পারেনি। এই নথি আনার জন্য তাদেরকে আরো এক সপ্তাহ সময় দেওয়া হোক। বিচারক সেই আবেদন মঞ্জুর করেন ও আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে নথি দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশ দেন।
প্রসঙ্গতঃ, গত ৬ সেপ্টেম্বর গরু পাচার মামলা দিল্লিতে নিয়ে যাওয়ার ইডির আবেদনে সিলমোহর দিয়েছে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে। বিচারক রাজেশ চক্রবর্তী একটি দুপাতার নির্দেশ দেন। তাতে বলা হয়েছে ২০০৫ সালের একটি গেজেট নোটিফিকেশনের ভিত্তিতে এই মামলা দিল্লির রাউজ আদালতে পিএমএলএ কোর্টে পাঠানো হচ্ছে।
গত ১৯ আগষ্ট, ২ সেপ্টেম্বর ও ৬ সেপ্টেম্বর মোট তিনদিন আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে ইডির আবেদনের শুনানি হয়েছিলো।
এই প্রসঙ্গে ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র বলেছিলেন, আমরা ২০০৫ সালের একটা গেজেট নোটিফিকেশন আদালতে জমা দিয়েছিলাম। তাতে বলা আছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং এ্যাক্ট বা পিএমএলএর মামলায় সব ক্ষমতা ইডিকে দেওয়া হচ্ছে। গত ২৮ জুলাই আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে ইডির তরফে ৪৪(১/সি) নং ধারায় মামলা স্থানান্তরের আবেদন করা হয়েছিলো।
এই গরু পাচার মামলায় প্রথমে সিবিআই ও ইডির হাতে গ্রেফতার হয়ে এখন দিল্লির তিহার জেলে বন্দি অনুব্রত,তার কন্যা, তার প্রাক্তন দেহরক্ষী সায়গল, এনামুল হক এবং বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার।
আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের এই নির্দেশের ফলে, এখানে এখন আর গরু পাচার মামলার কোন শুনানি হবে না। এখন থেকে এই মামলায় সিবিআই কিছু করলে, তারও শুনানি দিল্লিতেই হবে।





