বার্ণপুরে ঘুমের ওষুধ স্প্রে করে রেল কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ রেল কর্মীর বাড়িতে ঘুমের ওষুধ স্প্রে করে গৃহকত্রী সহ পরিবারের সদস্যদের বেহুশ করে লুঠপাট চালানো দূষ্কৃতিরা। শুক্রবার মধ্য রাতে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হিরাপুর থানার আপার হিলভিউ পার্কের বার্ণপুরের ধ্রুপডাঙ্গার বাসিন্দা অলোক কুমার সিংয়ের বাড়িতে। শনিবার সকালে দুঃসাহসিক এই চুরি ঘটনা সামনে আসার পরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
চোরেরা লক্ষাধিক টাকার সোনার গয়না ও প্রায় নগদ ৮ হাজার টাকা চুরি করে যায় বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে হিরাপুর থানার পুলিশ রেল কর্মীর বাড়িতে আসে। গৃহকর্তা রেল কর্মী গোটা ঘটনার কথা জানিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, রেল কর্মী স্ত্রী রেশমী কুমারী যে ঘরে শুইয়ে ছিলেন, সেই ঘরের আলমারি থেকে এইসব লুঠের ঘটনাটি ঘটেছে। কিন্তু তিনি কোনরকম ভাবে বুঝতে পারেনি বলেই জানান। তার অনুমান, রাত তিনটের পরেই দূষ্কৃতিরা ঘরের মধ্যে ঘুমের স্প্রে দিয়ে হয়তো বেহুশ করেছিলো। তারপরেই চোরেরা ঘরে ঢোকে। রেল কর্মী জানান, তিনি রাতে বাড়ির দোতলার ঘরে শুইয়ে ছিলেন।
শনিবার ভোরবেলা দোতলা থেকে নিচে এলে, চুরির ঘটনা জানতে পারেন। জানা গেছে এই রেল কর্মীর বাড়িতে বেশ কয়েক বছর আগেও একবার চুরির ঘটনা ঘটেছিলো।
এই ঘটনার পরে এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন।
এদিকে, হিরাপুর থানার পুলিশ জানায়, অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।
- गुलाम सरवर की आवाज को नहीं होने दूंगा खामोश : जीतू सिंह
- BGBS 2025 : Durgapur एयरपोर्ट में JSW ग्रुप करेगा निवेश
- আসানসোলে পুকুর ভরাটের অভিযোগ, বিরোধীতায় বিক্ষোভ মিছিল, ডিএলএন্ডএলআরওকে স্মারকলিপি গ্রাম উন্নয়ন সমিতির
- Asansol : अतिक्रमण हटाने में छूट रहे रेलवे के पसीने, फिर बैरंग लौटी टीम
- আসানসোলে ইসিএলের আবাসন থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার