BARABANI-SALANPUR-CHITTARANJAN

রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ অস্ত্র সহ গ্রেফতার করল এক দুষ্কৃতিকে

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সপ্তাহ খানেকের আগে জেমারি পেট্রোল পাম্পে আগ্নেয়াস্ত্র নিয়ে দুস্কৃতিদের হামলার ঘটনায় তিনজন কে আটক করার পর আবারও এক দুষ্কৃতিকে আটকের ঘটনায় রূপনারায়ণপুর পুলিশের সাফল্য।
সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ অস্ত্র সহ গ্রেফতার করল এক দুষ্কৃতিকে ।অন্য এক দুষ্কৃতী পলাতক দুষ্কৃতির খোঁজে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা নাগাদ রূপনারায়ণপুর- ঝাড়খন্ড রোডে, হাসিপাহাড়ির মাঠে নাকা চেকিং চলাকালীন ২ যুবক একটি হিরো গ্ল্যামার মোটরবাইক করে ঝাড়খণ্ডের দিক থেকে পশ্চিমবঙ্গের দিকে আসছিল সেই সময় পুলিশ তাদের আটকে তল্লাশি শুরু করে।তল্লাশি চলাকালীন তাদের কাছ থেকে বেরিয়ে আসে একটিদেশী পাইপ গান ও একটি কার্তুজ । পুলিশ সঙ্গে সঙ্গে বাইক আরোহী প্রদীপ কুমার মন্ডল ওরফে চুন্নি (৩০) নামক দুষ্কৃতিকে গ্রেফতার করে কিন্তু অন্য একজন ছুটে পালিয়ে যায় ঝাড়খন্ড এর দিকে তবে মোটরবাইকটি বাজেয়াপ্ত করেছে। বাইকটি নাম্বার জে এইচ ১০ বিপি ২১৯২ ।সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর পুলিশ বুধবার ২০ সেপ্টেম্বর ধৃত দুষ্কৃতিকে আসানসোল আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়।


রূপনারায়ণপুর পুলিশ ওই দুষ্কৃতিকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের যাবতীয় গতিবিধি জানার চেষ্টা চালাচ্ছে। তাছারা এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছেকিনা তাও চেষ্টা চালাচ্ছে ওসি মইনুল হক । পুলিশ সূত্রে জানা গেছে প্রদীপ মন্ডলের বাড়ি ঝাড়খন্ড কার্মাটারের মন্ডলতলা কুরুয়া এলাকায়। কিন্তু সে পুরুলিয়ার নিতুরিয়া থানা এলাকার পারবেলিয়া কোলিয়ারি কোয়ার্টার্সে বেশ কিছুদিন ধরে বসবাস করত। অন্যদিকে পলাতক বিকাশ মাহাতোর আদি বাড়ি বিহারের জামুই সিকান্দ্রা থানা এলাকার রেওয়াই অঞ্চলে সেও ঘাঁটি গেড়ে ছিল পারবেলিয়া কোলিয়ারির কোয়ার্টার্সে। এরা ঝাড়খন্ড এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে বিভিন্ন চুরি ছিনতাই এবং অন্যান্য দুষ্কর্মের সঙ্গে যুক্ত বলে পুলিশ জানতে পেরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *