আসানসোলে রোটারি ক্লাব অফ রয়াল বেঙ্গলের উদ্যোগে রক্তদান শিবির
বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত, রাজা বন্দোপাধ্যায় : আসানসোলে আসানসোল রোটারি ক্লাব অফ রয়াল বেঙ্গল এর উদ্যোগে এবং বার্নপুর সোশ্যাল ওয়েলফেয়ার ভলেন্টারি ব্লাড ডোনার্সের সহযোগিতায় শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এই রক্তদান শিবির আসানসোল পুলিশ লাইনের বিপরীতে জগন্নাথ ফার্মেসিতে আয়োজন করা হয়।
এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আসানসোল জেলা হাসপাতাল ব্লাড ব্যাংকের রক্তসংকট দূর করতে তারা এই ক্ষুদ্র প্রয়াস করেছেন। প্রতি বছরের মতো এ বছরও আয়োজনে সহযোগিতা করেছেন রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধর।
এই রক্তদান শিবিরে মোট ১১ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়।
ওই রক্তদান শিবিরে ক্লাবের সভাপতি সৌম্য চৌধুরী, সেক্রেটারি শমীক পাল, ট্রেজারার অর্ণব ঘোষ, এডিটর সৌরদীপ ঘাঁটি,কৌস্তুভ ব্যানার্জি, উজ্জ্বল রায়, সৌম্য নারায়ণ গড়াই, সায়ক চ্যাটার্জি, ড: মৈনাক রুদ্র, সৌরভ মন্ডল, ঋত্বিক ঘটক, আনন্দ রানা, সুপ্রভাত বিসওয়াল ছাড়াও অনেক সদস্য অংশ নেন। রক্তদান শিবিরে প্রবীর ধর, সোমনাথ বিসওয়াল, রক্তদান আন্দোলনের কর্মী অসীম সরকার, হিমাদ্রী মুখার্জী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের পক্ষে উপস্থিত ছিলেন চন্দ্রকান্ত সরকার ও শুভ্রা মাজি।