RANIGANJ-JAMURIA

পূজোর আগেই দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে বস্ত্র বিতরণ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের হঠাৎ নেওয়া সিদ্ধান্তের একদিন পরই, এবার পূজোর আগেই গরিব দুঃস্থ অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে, বস্ত্র বিতরণের আয়োজন করলেন, রানীগঞ্জের ৯২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামা উপাধ্যায়। তিনি এদিন রানীগঞ্জের তৃণমূল নেতা অর্জুন উপাধ্যায়ের নেতৃত্বে তড়ি ঘড়ি রানীগঞ্জের হাতিয়া তলাব এলাকায় অবস্থিত, এনএসবি রোডের পাশেই লছমি বাটিকা ভবনে একটি বস্ত্র দান কর্মসূচির আয়োজন করেন। যেখানে এদিন বস্ত্র বিতরণের অনুষ্ঠানে হাজির হন আসানসোল কর্পোরেশনের শিক্ষা বিভাগের মেয়র ইন কাউন্সিল সুব্রত অধিকারী, রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ওয়ার্ড কাউন্সিলর রূপেশ যাদব, 91 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলক বোস কাউন্সিলর নেহা সাও, রাজু সিং, অর্জুন মাজি প্রমুখ।

এদিনের এই সমগ্র অনুষ্ঠান কর্মসূচি সঞ্চালক হিসেবে উপস্থিত হন তৃণমূল নেতা সাগর মুখার্জি। এদিন রানীগঞ্জের ৯২ নম্বর ওয়ার্ডসহ বেশ কয়েকটি ওয়ার্ডের প্রায় ৫০০ জন গরিব দুস্থের হাতে পুজোর আগেই নতুন বস্ত্র তুলে দেন মন্ত্রী ও অন্য বিশিষ্ট জনেরা। এদিনের এই কর্মসূচিতে হাজির হয়ে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক জানান মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের কথা ও সেই সব প্রকল্পের মাধ্যমে মানুষজনের সহায়তার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *