দূর্গাপুরে এসটিএফের হানা, ডিনার সেটের মধ্যে বাজেয়াপ্ত ৫০ লক্ষ টাকার ফেনসিডিল সিরাপ
বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের গান্ধী মোড়ে রাজ্য পুলিশের এসটিএফ বা স্পেশাল টাস্ক ফোর্স অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ বাজেয়াপ্ত করল। সোমবার সকালের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আটক করা ঐ ভিন রাজ্য থেকে আসা ঐ ট্রাকের চালককে।




রাজ্যের এসটিএফ সূত্রে জানা গেছে, ট্রাকটির মধ্যে ডিনার সেট লোড করা ছিলো। সেটি রাজস্থানের জয়পুর থেকে আসছিলো। ট্রাকে ডিনার সেটের মধ্যেই ফেনসিডিল সিরাপের বস্তা লুকানো ছিল। গোপন সূত্রে খবর পেয়ে এদিন দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন এলাকায় আসতেই রাজ্য পুলিশের এসটিএফের আধিকারিকরা ট্রাকটিকে ধরে ফেলেন। ট্রাকের চালককে আটক করে তল্লাশি করা হয়। তখনই প্রায় ৭৫ বস্তা ফেনসিডিল সিরাপ উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫০ লক্ষ টাকারও বেশি।
রাজ্যের এসটিএফ সূত্রের খবর, ট্রাকটির ডিনার সেটের মধ্যে ফেনসিডিল সিরাপের বস্তা লোড
করা হয়েছিল। যাতে নিষিদ্ধ এই সিরাপ কোনভাবেই কারোর নজরে না পড়ে। যা উত্তরপ্রদেশ থেকে লোড করা হয়েছিলো। এতো টাকার সিরাপ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো তা ট্রাক চালককে জেরা করে জানার চেষ্টা করছেন এসটিএফের আধিকারিকরা।