রাস্তা মেরামতের দাবিতে জামুড়িয়া থেকে রানীসার হয়ে রানিগঞ্জ ও চান্দা হয়ে আসানসোল রুটে সমস্ত মিনি বাসের চলাচল বন্ধ করে বিক্ষোভ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী , জামুরিয়া : সোমবার, মিনি বাস কর্মীরা জামুড়িয়ার খারাপ রাস্তা মেরামতের দাবিতে জামুড়িয়া থেকে রানীসার হয়ে রানিগঞ্জ ও জামুড়িয়া থেকে চান্দা হয়ে আসানসোল রুটে চলাচলকারী সমস্ত মিনি বাসের চলাচল বন্ধ করে দেয়। বাস চলাচল বন্ধ থাকায় এ রুটে চলাচলকারী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। সকাল থেকেই সব মিনি বাসের চালকরা চলাচল বন্ধ করে জামুড়িয়া রানীসায়ের হয়ে রাণীগঞ্জগামী প্রধান সড়কের ৬নং ওয়ার্ডের জাদু ডাঙ্গা মোড়ের কাছে সড়কে বাস পার্কিং করে বিক্ষোভ দেখায় বাস কর্মী থেকে শুরু করে এলাকার বাসিন্দারা।
ক্ষোভ প্রকাশ করে বাস চালকেরা জানান, জামুড়িয়া থেকে রানীসায়ার ও চান্দা পর্যন্ত সড়কের এমন বেহাল দশা, যে কারণে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, সড়কে বড় বড় গর্ত যা বিভিন্ন স্থানে পুকুর হয়ে রয়েছে। ব্যাপক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনকি রাস্তার ওপর দেওয়া সব বিটুমিন (পিচ) উপড়ে যাওয়ায় বড় বড় পাথর বেরিয়ে এসেছে। গত ছমাস ধরে জামুড়িয়া রাস্তার অবস্থা খুবই খারাপ থাকায় প্রশাসনকে বারবার জানিয়েও কোন সুফল পাইনি, জামুড়িয়া বিধানসভা এলাকার বাসিন্দারা। সোমবার সকালে একটি মিনি বাস জামুড়িয়া থেকে রানীগঞ্জ যাওয়ার সময় জাদুডাঙ্গা মোড়ের কাছে রাস্তায় খারাপ থাকায় বাসটি উল্টে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হলেও বাসের চালক কোনোমতে বাসটিকে নিয়ন্ত্রণ করেন, এরপর রাস্তা মেরামতির দাবি করে জামুড়িয়ার সব বাস চলাচল করে তারা। যাদু ডাঙ্গা মোড়ের কাছে রুট বন্ধ করে প্রতিবাদ করা হয়।
তারা বলেন, সামনে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, পূজা নিয়ে মানুষ উচ্ছ্বসিত, কিন্তু এখানকার মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়। তাদের দাবি, কে জানে, কখন যে আপনি দুর্ঘটনার শিকার হতে পারেন তা বলা অসম্ভব। কারণ এখানে দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। জাদুডাঙ্গা মোড়ে আন্দোলনরত আন্দোলনকারীদের শান্ত করতে জামুড়িয়া থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছালেও সব বাস চালকরা রাস্তা নির্মাণের বিষয়ে অনড় থাকায় পুলিশ তাদের বিক্ষোভ থেকে বিরত করতে পারেনি।
অবশেষে জামুড়িয়া বরো ১এর চেয়ারম্যান শেখ সান্দার, ঘটনাস্থলে পৌঁছে দুই থেকে তিন দিনের মধ্যেই এই সমাধান করতে তিনি তৎপর হবেন বলেই দাবি করেন। পিডব্লিউডি আধিকারিকদেরও এ বিষয়ে জানানো হয়, এরপর প্রায় চার ঘণ্টা পর সব বাস চালকরা জাদুডাঙ্গা মোড় থেকে বাস সরিয়ে দিয়ে, সব বাসের চলাচল বন্ধ করে দেওয়া হয়। এই রুটের, রাস্তা মেরামত না হওয়া পর্যন্ত, দুই থেকে তিন দিন ধরে, বাস চলাচল করা হবে না বলেই জানায় তারা। জানা যায়, জামুড়িয়া থেকে রানিগঞ্জ ও আসানসোল রুটে প্রায় ৪১টি মিনি বাস চলাচল করে। যার মাধ্যমে পড়তে হোক প্রায় হাজারো যাত্রী যাতায়াত করেন এই রাস্তা ধরে।