আসানসোলে তৃনমুল কংগ্রেসের বিক্ষোভ মিছিল
দিল্লিতে অভিষেক বন্দোপাধ্যায়দের পুলিশের হেনস্তা প্রতিবাদে
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় / সৌরদীপ্ত সেনগুপ্ত : দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় সহ অন্য সাংসদ ও মন্ত্রীদের পুলিশের হেনস্তার প্রতিবাদে বুধবার আসানসোল শহরে বিক্ষোভ মিছিল করা হলো। তৃনমুল কংগ্রেসের আসানসোল উত্তর ব্লক (১)র তরফে এদিন এই মিছিলের ডাক দেওয়া হয়েছিলো। আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্যের সহ সভানেত্রী আলপনা বন্দোপাধ্যায় ও আসানসোল পুরনিগমের কাউন্সিলর শম্পা দাঁয়ের নেতৃত্বে আসানসোলের জিটি রোডের হটন রোড মোড় থেকে এই মিছিল শুরু হয়। সেই মিছিল গিয়ে শেষ হয় জিটি রোডের রাহালেন মোড় সংলগ্ন তৃনমুল কংগ্রেসের জেলা কার্যালয়ের সামনে। মিছিল শেষে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃনমুল কংগ্রেসের নেতা ও কর্মীরা।
অন্যদিকে বুধবার সকালে সাড়ে নটা আসানসোল শহরের জিটি রোডের হটন রোড মোড়ে সিটি বাসস্ট্যান্ডের মুল গেটের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতা ও কর্মীরা। এর নেতৃত্বে ছিলেন রাজু আলুওয়ালিয়া। কেন্দ্রের শাসক দল বিজেপি ও দিল্লি পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন আইএনটিটিইউসির নেতা ও কর্মীরা। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয়। আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়া বলেন, এইভাবে বাংলার মানুষের টাকা আটকে রাখতে পারবেনা কেন্দ্রের বিজেপি সরকার। ২০২৪ এ এর জবাব পাবে বিজেপি।