আসানসোলে প্রবল বৃষ্টির জেরে রেলপাড়ে বন্যার আশঙ্কা, গারুই নদীর জল উঠে এলো লোকালয়ে
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়: আসানসোলে বন্যা পরিস্থিতির আশঙ্কা। আবহাওয়া দফতরের তরফে এখনও বৃষ্টির সতর্কতা জারি করার কারণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়ে গিয়েছে। বৃষ্টির জেরে বুধবার সন্ধ্যায় জলমগ্ন হয়ে পড়ে আসানসোল শহরের বহু এলাকা। আসানসোল মহুয়াডাঙাল থেকে রেলওয়ে টানেল ক্রসিং জলমগ্ন হয়ে পড়েছে। গারুই ও নুনিয়া নদীও ফুঁসছে।সন্ধ্যায় পুরসভা সংশ্লিষ্ট সমস্ত দপ্তরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। বিপর্যয় মোকাবিলা দলকেও সতর্ক থাকতে বলা হয়েছে। গারুই নদীর জলস্তর বাড়তে থাকায় সতর্কতা জারি করেছে আসানসোল পুরসভা । ভারপ্রাপ্ত কমিশনার শুভজিৎ বসু নিজেই পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রত্যেকটি বরো অফিস থাকতে বলা হয়েছে বরো অফিসের টিম পরিস্থিতি সামলাতে প্রস্তুত আছে ।




এখনও যেভাবে বৃষ্টি চলছে, তাতে পরিস্থিতি বেশ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকরা লাগাতার নজর রাখছেন বিভিন্ন এলাকায়। বুধবার সেনরেলে রোড রেল ব্রিজের নিচে জলমগ্ন হয়ে থাকার কারণে অনেক গাড়ি অবরুদ্ধ হয়ে পড়েছে। মোটর পাম্প বসিয়ে জল সরানো হয়েছে। সাত নম্বর প্লাটফর্মের পাশের রাস্তাটিও জলে ভরে থৈ থৈ করছে। ওদিকে রেলপারের মৌসাদ্দি মহল্লা-সহ বহু এলাকায় গাড়ুই নদীর জল ঢুকেছে। আসানসোলের কাল্লা এলাকার মধ্য দিয়ে যাওয়া নুনিয়া নদীর জলস্তর বেড়ে যাওয়ার ফলে নদীর ওপর তৈরি অস্থায়ী সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় নদীর উভয় পাড়ের লোকজনকে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে।
অন্যদিকে আসানসোলের রেল পার এলাকায় বাসের অস্থায়ী সেতু জলে ভেসে গেছে। এর একটা ভিডিও ভাইরাল হচ্ছে দেখা যাচ্ছে এক ছেলে ওই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে সে ব্রিজের সাথে জলের মাঝে চলে গেছে। অন্যদিকে রানীগঞ্জে শিশু বাগান এলাকায় ত্রাণ শিবির খোলা হয়েছে পৌরসভার পক্ষ থেকে সেখানে জলমগ্ন এলাকা থেকে লোকজন এনে রাখা হয়েছে ।
- Asansol : पानी के लिए जनता जीटी रोड पर, पार्षद को घेरा
- তৃণমূল কংগ্রেস এর বাংলার ভোট রক্ষা অভিযান কর্মসূচির বিশেষ সভা
- আসানসোলে ” আমাদের পাড়া আমাদের সমাধান ” শিবির পরিদর্শনে মহকুমাশাসক
- আসানসোলের ১১৭ টি স্কুলের ৬৭৫ জন কৃতি পড়ুয়াকে সম্বর্ধনা
- Asansol : कोर्ट में 15 महीने में ऐतिहासिक फैसला, नाबालिग बेटी के साथ दुष्कर्म और हत्या के दोषी पिता को फांसी की सजा