হীরাপুর থানা এলাকায় ৮৬টি পুজোর অনুমোদন, প্রশাসনের প্রয়োজনীয় নির্দেশিকা
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : শিল্পাঞ্চলে শান্তিপূর্ণভাবে দুর্গা উৎসব সম্পন্ন হোক। এর জন্য আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট থেকে বিশেষ জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন থানা পর্যায়ে পূজা কমিটির সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। আজ সন্ধ্যায় বার্নপুরের হীরাপুর থানা এলাকার পুজো কমিটি নিয়ে বৈঠক করেন পুলিশ আধিকারিকরা।
এই সময়ের মধ্যে, ৮৬টি অনুমোদিত পূজা কমিটির প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়। অনুমতি ছাড়া পূজার রেকর্ডও থানায় রাখা হবে।ওইসময় পূজা কমিটিগুলোর পক্ষ থেকে বিসি কলেজ পুকুরে ঘাটের সংখ্যা বাড়ানোর দাবি জানানো হয়। কারণ এখানে অনেক প্রতিমা বিসর্জন করা হয়। হীরাপুর থানা এলাকার জন্য আলাদা ঘাটের দাবিও উঠেছে। প্যান্ডেলে সিসিটিভি লাগিয়ে সতর্ক থাকার নির্দেশও দিয়েছে পুলিশ। পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক আছে।
এই বৈঠকে এসিপি ইপশিতা দত্ত, সিআই শিবনাথ পাল, থানার অফিসার ইনচার্জ প্রসেনজিৎ রায়, ট্রাফিক ওসি সঞ্জীব সরকার, ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস ওসি অনির্বাণ পোদ্দার , সেল আইএসপি জিএম মহেশ প্রসাদ বার্নওয়াল এবং অন্যান্য আধিকারিক, সমাজসেবক প্রবীর ধর, বরো চেয়ারম্যান শিবানন্দ বাউরি, এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। উপস্থিত ছিলেন বার্নপুরের। যেখানে আগামীকাল অর্থাৎ ৬ অক্টোবর রবীন্দ্র ভবনে পুজো কমিটির বৈঠক ডাকা হয়েছে আসানসোল দক্ষিণ থানার তরফে।