নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরের মধ্যে উল্টালো টোটো
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে প্রায় পুকুরের মধ্যে উল্টে গেল যাত্রী বোঝাই একট টোটা। এই ঘটনায় দুই যাত্রী ও চালক সামান্য আহত হলেও, তারা অল্পের জন্যে প্রাণে বেঁচে যান তারা। বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুরিয়া থানার বাইপাস রোডে।আহতদের উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। তাদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে এলাকার বাসিন্দারা দড়ি দিয়ে বেঁধে টোটোটিকে উপরে তুলে আনেন।




জানা গেছে, এদিন সকালে জামুরিয়া বাজার যাত্রী নিয়ে টোটোটি যাচ্ছিলো। জামুড়িয়া বাইপাস রোডে উল্টোদিক থেকে একটি মোটরবাইক সেই টোটোর সামনে চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে টোটো বাঁদিকে যেতেই এই দুর্ঘটনা ঘটে। যাত্রীদের চিৎকারে আশপাশের লোকেরা দৌড়ে আসেন ও তাদেরকে উদ্ধার করেন।