RANIGANJ-JAMURIA

মিশন রানীগঞ্জ সিনেমা দেখতে দর্শকদের ভিড়

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : অবশেষে মুক্তি পেল রোমহর্ষক বীরত্বের কাহিনী অবলম্বনে গড়ে ওঠা কয়লা খনি র ভয়াবহ দুর্ঘটনার পর উদ্ধার কাজের বিষয় নিয়ে গঠিত হওয়া ফিল্ম মিশন রানীগঞ্জ। ১৯৮৯ সালের ১৩ নভেম্বরের কয়লা খনির যে দুর্ঘটনা সেই খনি গহ্বর থেকে উদ্ধারের বিষয়কে নিয়ে রচিত এই ফিল্মে অভূতপূর্ব অভিনয় করে দর্শকদের মুগ্ধ করলো অ্যাকশন মুভির বিশিষ্ট অভিনেতা অক্ষয় কুমার। তিনি সিনেমায় যশবন্ত সিং গিলের ভূমিকায় অভিনয় করে অভিভূত করলেন সকল দর্শকদের।

শুক্রবারই প্রথম দিনের প্রথম শো সকাল ৯ টা থেকে শুরু হয়েছিল খনি অঞ্চলের একমাত্র প্রেক্ষাগৃহ অঞ্জনা সিনেমা হলে। যেখানে টানটান উত্তেজনাময় এই সিনেমাকে দেখতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকেই এই সিনেমা লক্ষ্য করে সেই পুরনো স্মৃতিচারণা করলেন আরো একবার। সেই সময়কালে যারা এই দুর্ঘটনার বিষয়টি প্রত্যক্ষ করেছিল তারা জানিয়েছেন সত্যিই এই ফিল্ম হুবহু সেই দুর্ঘটনাকে তুলে ধরেছে। যেখানে খনি গহ্বরে কি ঘটেছিল সেই ভয়াবহ রাত্রে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে সকলকেই এই দুর্ঘটনার উদ্ধারকাজের যে রোমহর্ষক কাহিনী তা তুলে ধরলেন ছবির পরিচালক থেকে শুরু করে সকল অভিনেতা ও কলা কুশলীরা। প্রত্যেকেই এদিন এই সিনেমা দেখে অভিভূত সকলেই নিজেদের অভিজ্ঞতার কথা জানালেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *