Asansol – Durgapur Police : দূর্গাপুজোর আগেই নতুন বাহিনী ” রক্ষক “, মোট ১১৪০ টি পুজো তালিকাভুক্ত
আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের কো-অর্ডিনেশন বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসন্ন দূর্গাপুজোকে সামনে রেখে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের নতুন বাহিনী ” রক্ষক “। মুলতঃ আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকা অর্থাৎ আসানসোল ও দূর্গাপুর বিভিন্ন থানা এলাকার এরিয়া ডোমিনেশন ও ক্রাইম কন্ট্রোলে নজরদারি চালাবে ১৫ টি বুলেট সওয়ার এই ” রক্ষক “। দুটি বেসরকারি সংস্থা আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটকে এই ১৫ টি বুলেট দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় আসানসোল রবীন্দ্র ভবনের সামনে শ্রদ্ধাঞ্জলি পার্কের সামনে এক অনুষ্ঠানে সবুজ পতাকা দেখিয়ে এই বাহিনীর পথচলার সূচনা করেন আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। প্রসঙ্গতঃ, আগে থেকেই আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি প্রমীলা বাহিনী রয়েছে। যারা স্কুটি নিয়ে বিভিন্ন থানা এলাকায় টহল দেয়। এই বাহিনীর কাজ প্রধানতঃ নারী সুরক্ষা বা নিরাপত্তার বিষয়টি দেখভাল করা।
এর আগে এদিন বিকেলে আসানসোল রবীন্দ্র ভবনে পুলিশ কমিশনারেটের সেন্ট্রাল ও ওয়েষ্ট জোনের ” দূর্গাপুজো কো-অর্ডিনেশন বৈঠক ” হয়। এই বৈঠকে পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী ছাড়াও চার ডিসিপি কুলদীপ সোনেয়াল, অভিষেক মুদি, কুমার গৌতম পি বি জে সতীশ সহ এসিপিরা ছিলেন। এছাড়াও ছিলেন স্বাস্থ্য দপ্তর, আসানসোল দমকল, পূর্ত দপ্তর, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের আসানসোল ডিভিশনের আধিকারিকরা ছিলো। উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ ও রানিগঞ্জ থানার দুই ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু ও সুদীপ দাসগুপ্ত , হিরাপুর, বারাবনি, জামুড়িয়া ও আসানসোল উত্তর থানার চার ওসি প্রসেনজিৎ রায়, মনোরঞ্জন মন্ডল, রাজশেখর মুখোপাধ্যায় ও অমিত হালদার, আসানসোল দক্ষিণ (পিপি) র ইনচার্জ সঞ্জীব দে সহ সেন্ট্রাল ও ওয়েষ্ট জোনের অন্য থানা ও ফাঁড়ি এবং ট্রাফিক গার্ডের আধিকারিকরা। ডাকা হয়েছিলো বিভিন্ন দূর্গাপুজো কমিটির সদস্য বা উদ্যোক্তাদের।
এদিনের বৈঠকে পুলিশ ও বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা দূর্গাপুজোর প্যান্ডেল তৈরি করা থেকে পুজোর দিনগুলোতে দর্শনার্থীদের সুবিধা ও তাদের নিরাপত্তায় কি কি করতে হবে সেই ব্যাপারে সবিস্তারে বলেন। এবারে পুজো মন্ডপে সিসি ক্যামেরা লাগানো বাধ্যতামুলক করা হয়েছে। সব সময়ের জন্য রাখতে হবে ভলেন্টিয়ার ও নিরাপত্তা রক্ষী।
এদিন আসানসোল শহরের দুটি বিগ বাজেটের পুজো কমিটির সদস্যদের হাতে রাজ্য সরকারের দেওয়া অনুদানের (৭০ হাজার টাকা) প্রতীকী চেক তুলে দেওয়া হয়।
পরে সাংবাদিকদের পুলিশ কমিশনার বলেন, এদিন দুই জোনের বিভিন্ন থানার কো-অর্ডিনেশন বৈঠক করা হয়েছে। ২০২২ সালে পুলিশ কমিশনারেট এলাকায় মোট ১১৪০ টি পুজো তালিকাভুক্ত রয়েছে। এই পুজো কমিটিগুলোকেই এবারে সরকারি অনুদান দেওয়া হবে। এছাড়াও আরো কিছু পুজো অনুমতি চেয়ে আবেদন করেছে। তিনি আরো বলেন, শারদোৎসব যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে পালিত হয়, তারজন্য সব পদক্ষেপ ও ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও এদিন আসানসোল দূর্গাপুর পুলিশের নতুন একটি বাহিনী ” রক্ষক ” কাজ শুরু করলো। ১৫ টি বুলেটের এই বাহিনী অপরাধ কমানো ও নিয়ন্ত্রণে কাজ করবে।