পুনর্বাসন প্রকল্পে ধস কবলিত ক্ষতিগ্রস্থদের ফ্ল্যাট বিলি, আবাসন দপ্তরের বিশেষ সচিবের উপস্থিতিতে বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোল রানিগঞ্জ কয়লাখনি এলাকায় পুনর্বাসন প্রকল্পে ধস কবলিত অঞ্চলের ক্ষতিগ্রস্থ মানুষদেরকে ফ্ল্যাট বা বাড়ি বিলি বা হস্তান্তরের প্রাথমিক প্রক্রিয়া শুরু হলো। গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনা করতে শুক্রবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার আসানসোল কার্য্যালয়ের সভাকক্ষে একটি বৈঠক হয়। সেই বৈঠকে আরসিএফএ প্রজেক্টে ধস কবলিত এলাকার পুনর্বাসন জন্য রাজ্য সরকারের আবাসন দপ্তরের নব নির্মিত ৪৮০ টি ফ্ল্যাট বা বাড়ি গুলো হস্তান্তর বিষয়ে আলোচনা করা হয়েছে।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2023/10/IMG-20231006-WA0160-500x281.jpg)
এই বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্য সরকারের আবাসন দপ্তরের বিশেষ সচিব সৌমজিৎ দাস। এছাড়াও ছিলেন আড্ডার চেয়ারম্যান রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, আড্ডার সিইও ডঃ আকাঙ্ক্ষা ভাস্কর ( আইএএস), পশ্চিম বর্ধমান জেলার ডিএল এন্ড ডিএলআরও, আড্ডার এইও, ইঞ্জিনিয়ার, আবাসন দপ্তর, পিএইচই জনস্বাস্থ্য কারিগরি বিভাগের আধিকারিক, বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতিরা।