রানিগঞ্জে খনি দুর্ঘটনা : মৃত তিনজনের পরিবারকে সরকারি সাহায্যের চেক দিলেন মন্ত্রী
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ১২ অক্টোবর রানিগঞ্জের নারায়ণকুড়িতে ইসিএলের ওসিপি বা খোলা মুখ খনি থেকে কয়লা তুলতে গিয়ে ধসে মৃত্যু হওয়া তিনজনের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই মতো শনিবার মহালয়ার দিন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পোন্নাবলম এস ও আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে আসানসোল মাইনস বোর্ড অফ হেল্থের কনফারেন্স হলে মৃত তিন জনের পরিবারের সদস্যদের হাতে ২ লক্ষ টাকার চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোলের মহকুমাশাসক অভিজ্ঞান পাঁজা, আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট, জেলার ডিপিআরডিও তমোজিৎ চক্রবর্তী।
মন্ত্রী বলেন, রাজ্য সরকার ও বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার সব মানুষের কথা ভাবেন, এটা তার থেকে প্রমাণিত হলো। তিনি আরো বলেন, গোটা বিষয়টি রাজ্য সরকার যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে।
প্রসঙ্গতঃ, গত ১২ অক্টোবর বাংলা জুড়ে দুর্গাপূজোর উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রানিগঞ্জে খোলা মুখ খনি দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।
উল্লেখ্য, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আসানসোল দক্ষিণ বিধান সভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে রানিগঞ্জ থানার সামনে বিক্ষোভ হয়। তার কয়েক ঘণ্টা পরেই পুজো উদ্বোধন অনুষ্ঠানে ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। যদিও বিধায়ক ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ টাকা দাবি করা হয়েছিলেন।