জাতীয় সড়কে স্কুটিতে ট্রাকের ধাক্কা, মৃত্যু ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ একটি পথ দূর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হলো আসানসোল উত্তর থানার কল্যানপুর স্যাটেলাইট টাউনশিপ বা কেএসটিপির একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের এক শিক্ষিকার। সোমবার দুপুর পৌনে তিনটে নাগাদ এই ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার ১৯ নং জাতীয় সড়কে মউজুড়িতে। আসানসোল দক্ষিণ থানার আড়াডাঙ্গার বাসিন্দা মৃত শিক্ষিকার নাম সুহেলি সরকার (৩০)।




পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুর পৌনে তিনটে নাগাদ স্কুটি নিয়ে আসানসোল উত্তর থানার ১৯ নং জাতীয় সড়ক দিয়ে স্কুটি নিয়ে যাচ্ছিলেন বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা সুহেলি সরকার। সেই সময় মউজুড়ি মোড়ের কাছে ( দূর্গাপুর লেন) একটি ট্রাক রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। তারপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষিকার স্কুটিতে মারে। তাতে শিক্ষিকা ছিটকে পড়েন।
মাথায় হেলমেট থাকা সত্বেও তিনি গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে আসানসোল উত্তর থানা ট্রাফিক গার্ডের পুলিশ আসে। এ্যাম্বুলেন্স করে শিক্ষিকাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে আসানসোল জেলা হাসপাতালে ছুটে আসেন ঐ স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ মৃত সুহেলি সরকারের পরিবারের সদস্যরা।
পুলিশ জানায়, ট্রাকটিকে আটক করা হয়েছে।