আসানসোলে জাতীয় সড়কে দূর্ঘটনা, ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু বাইক চালকের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ মহাষষ্ঠীর দুপুরে আসানসোলে ১৯ নং জাতীয় সড়কে মর্মান্তিক পথ দূর্ঘটনা। ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হলো এক মোটরবাইক চালকের। আসানসোল উত্তর থানার কন্যাপুরের সেনরেল ” বি ” ব্লকের বাসিন্দা মৃত বাইক চালকের নাম বিবেক দাস (৩৭)। এদিন বিকেলে আসানসোল জেলা পরিষদের বাইক চালকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে আসানসোলের কন্যাপুরের সেনরেল ‘ বি ” ব্লকের বাসিন্দা বিবেক দাস বাড়ি থেকে মোটরবাইক নিয়ে বেরিয়েছিলো। সে ১৯ নং জাতীয় সড়কে জুবিলি মোড় থেকে কাল্লা মোড়ের দিকে যাচ্ছিলো। আসানসোল উত্তর থানার জুবিলি মোড়ের সামান্য দূরে পেছন থেকে একটি ট্যাঙ্কার তাকে বেপরোয়া ভাবে এসে ধাক্কা মারে। তাতে বাইক চালক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন।
খবর পেয়ে আসানসোল উত্তর থানার ট্রাফিক গার্ড পুলিশ এলাকায় আসে। বাইক চালককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে মৃত যুবকের বাড়ির লোকেরা আসানসোল জেলা হাসপাতালে আসেন।
পুলিশ জানায়, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। ট্যাঙ্কারটিকে আটক করা হয়েছে।
- आसनसोल के पद्दो तालाब छठ घाट पर भव्य गंगा आरती
- দূর্গাপুরে ভিন জেলা থেকে চুরি যাওয়া ৫৪ লাখ টাকার সামগ্রী সহ ট্রাক উদ্ধার, গ্রেফতার তিন
- রানিগঞ্জে চেম্বার থেকে চিকিৎসকের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার
- Indian Bank का एसेट फेयर दुर्गापुर पीयरलेस होटल में 10 को, एंट्री फ्री
- West Bengal : सरकारी कार्यालयों में प्रीपेड मीटर लगाने का निर्णय