দু চাকার শোরুমে ভয়াবহ আগুন
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর থানার সামডি গ্রামের একটি দু চাকার শোরুমে ভয়াবহ আগুন লাগল।ঘটনাটি সোমবার বিকেল পাঁচটা নাগাদ সালানপুর থানা এলাকার সামডি লোহাট
মোড়ের কাছে বিকে মোটরস নামের ওই শোরুমে আগুন লাগে।আগুন লাগার পর দুই তলা পর্যন্ত ওই আগুন ছড়িয়ে পড়ে ।
ওই শোরুমের বেশ কয়েকজন কর্মী কাজ করেন তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।
আগুনের লেলিহান শিখায় শোরুমের ভিতরে থাকা পুরানো গাড়ি ও অন্যান্য সামগ্রী পুড়ে গিয়েছে। আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে ও ভয়াবহ রূপ নেয় ।খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসন ও দমকল বিভাগ কে।
তবে ঘণ্টা খানেক পেরিয়ে যাবার পরেও দমকল এসে পৌঁছায়নি ।
আগুনের শিখা এতটাই ছিল যে প্রায় ২ কিলোমিটার দূর থেকে আগুন দেখা যায়, চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়।
দোকানের মালিক ভোলা গড়াই জানান গাড়ির ব্যাটারি ব্লাস্ট করার ফলেই আগুন ছড়িয়ে পড়ে ।নতুন পুরনো গাড়ি মিলিয়ে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয় হয়ছে বলে তিনি জানান ।
তবে যতক্ষণে দমকল এসে পৌঁছায় ততখনে দোকানের সব পুরে ছাই হয় যায় ।
পরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।