আসানসোল শুটআউট কাণ্ড : ৪ জনকে ধরল পুলিশ
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল উত্তর থানার চন্দ্রচূড় মোড়ের কাছে সোমবার দিন দুপুরে শুট আউটের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করলো। ধৃত চারজনকে মঙ্গলবার সকালে আসানসোল আদালতে পাঠানো হয়েছে । সোমবার রাতে আসানসোল উত্তর থানার পুলিশ অভিষেক মুখোপাধ্যায়, টিঙ্কু কুমার প্রসাদ, পঙ্কজ কুমার সিং এবং কুলদীপ কুমার ওরফে কাল্লুকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, অন্য অভিযুক্তদেরকে খুঁজছে পুলিশ। ধৃতরা সবাই আসানসোলের এক বেআইনি কয়লা পাচার মামলায় গ্রেফতার হওয়া জয়দেব মন্ডলের ঘনিষ্ঠ বলে জানা গেছে। পুলিশ চারজনকে হেফাজতে নেওয়া আবেদন করেছে।
উল্লেখ্য, স্থানীয় লোকজনেরা সোমবারের ঘটনার পরে বলছেন, জমি মাফিয়াদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। তবে যাকে লক্ষ্য করে এই গুলি চালানোর ঘটনা সেই দীনেশ গড়াইয়ের অবশ্য দাবি, তিনি জমির ব্যবসা করেন না। বলা হচ্ছে, দীনেশ আগে যাদের ছত্রছায়ায় ছিল তারাই এই কাজ করেছে।
উল্লেখ্য, দীনেশের বিরুদ্ধে কয়লা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে। যদিও তিনি দাবি করেন, বর্তমানে তিনি জেলা পরিষদের টোল ট্যাক্স আদায়ের করেন। এ ছাড়া তিনি অন্য ব্যবসা করেন।
এই প্রসঙ্গে আসানসোল পুরনিগমের
২০ নং ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের কাউন্সিলর অর্জুন মাঝি বলেন, বেশ কিছুদিন ধরেই এই এলাকায় জমি মাফিয়াদের প্রভাব বাড়ছে। ভূমি মাফিয়ারা কারও জমি, এমনকি পুকুরও দখল করছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাটি এর সঙ্গে সম্পর্কিত। তিনি বলেন যে তিনি আসানসোলে ছিলেন যখন তাকে ফোনে এই ঘটনার কথা জানানো হয়। তখন তিনি ঘটনাস্থলে পৌঁছে দেখেন যে একটি জেসিবি জমিতে রয়েছে এবং দীনেশ গড়াইয়ের গাড়িতে হামলা করা হয়েছে। তিনি জানান, গ্রামবাসীরা জানান, প্রায় ৪০ থেকে ৫০ জন লোক জমি দখলের চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে তা পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়। জেসিবি মেশিনটি প্রশাসনের কাছে হস্তান্তর করে কাজ বন্ধ করা হয়। তিনি বলেন, আমার মনে হয় যারা হামলা করেছে তারা স্থানীয় নয়, বহিরাগত।
সোমবারের ঘটনা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।