আসানসোল সেন্ট্রাম মলে আবার খুলতে চলেছে মাল্টিপ্লেক্স
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত* : আসানসোল শিল্পাঞ্চলের সিনেমাপ্রেমীদের জন্য সুখবর! আসানসোলের সৃষ্টি নগরের সেন্ট্রাম মলে আবার খুলতে চলেছে মাল্টিপ্লেক্স। ২ নভেম্বর এখানে উদ্বোধন হবে সিনে কসমো মাল্টিপ্লেক্স। শিল্পাঞ্চলের সিনেমাপ্রেমীদের জন্য শুরু হবে মিশন রাণীগঞ্জ চলচ্চিত্র দিয়ে।




বেঙ্গল সৃষ্টির অপারেশন হেড বিনয় চৌধুরী বলেন, মলে কার্নিভাল সিনেমা বন্ধ হয়ে যাওয়ায় মানুষ হতাশ হয়ে পড়েছিলেন। তবে এখন তাদের আর হতাশ থাকার দরকার নেই। সেন্ট্রাম মলে চালু হচ্ছে সিনে কসমো সিনেমা। আগামী ২ নভেম্বর থেকে এর শুভ সূচনা হবে।
- ট্রাফিক গার্ড থানার নতুন ভবনের উদ্বোধন করলেন সিপি
- তিলাবনি কোলিয়ারির এমডিও প্রজেক্ট বন্ধ করে বিক্ষোভ জমিহারাদের
- 100 Pipers Controversy : शराब की बोतलों पर कविगुरु की कविता
- আসানসোলে বাংলা দিবস উপলক্ষে ” শুভ নববর্ষ বরণ ” অনুষ্ঠান
- বিদেশী মদের বোতলে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, নববর্ষেই বিতর্ক, আন্দোলনে নামার হুঁশিয়ারী বাংলা পক্ষের