২০২৪ র লোকসভা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়ার বার্তা মন্ত্রী মলয় ঘটকের
পশ্চিম বর্ধমান জেলার ব্লকে ব্লকে শাসক দলের বিজয়া সম্মেলনী, নেতা ও কর্মীদের চাঙ্গা করতে রণকৌশল
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* বছর ঘুরলেই ২০২৪ সালের প্রথম তিন/চার মাসের মধ্যেই লোকসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই দলের নেতা ও কর্মীদেরকে চাঙ্গা করে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক।
তৃনমুল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব তথা দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশ মতো এই মুহুর্তে গোটা বাংলার ব্লকে ব্লকে বিজয়া সম্মেলনী চলছে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দূর্গাপুরের ব্লকগুলোতে শনিবার থেকে তা শুরু হয়েছে। এইসব সম্মেলনীতে প্রধান বক্ত হিসেবে উপস্থিত থাকছেন মন্ত্রী মলয় ঘটক ছাড়াও জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলার বিধায়ক, দলের বিভিন্ন শাখা সংগঠনের জেলা তথা ব্লকের সভাপতি, সভানেত্রী, পুরনিগমের মেয়র পারিষদ ও বর্ষীয়ান নেতারা। দলের নিচু তলার কর্মী ও নেতাদের পাশাপাশি যারা এখন পদে আছেন, তাদেরকে গুরুত্ব বোঝাতে বাছাই করা পুরনো কর্মী ও নেতাদেরকে এই বিজয়া সম্মেলনীতে সম্বর্ধনা দেওয়া হচ্ছে।
রবিবার ছুটির দিনে বারাবনির পাশাপাশি আসানসোল উত্তর বিধান সভার দুটি ও কুলটি ব্লকের বিজয়া সম্মেলনী হয়। এইসব বিজয়া সম্মেলনীতে প্রধান বক্তা হিসেবে মন্ত্রী মলয় ঘটক ছিলেন।




এদিন দুপুরে আসানসোলের এসবি গরাই রোডের পার্বতী ম্যারেজ হলে আসানসোল উত্তর ব্লক ১ এর বিজয়া সম্মেলনী থেকে দলের নেতা ও কর্মীদের উদ্দেশ্য মন্ত্রী বলেন, ৭ নভেম্বর থেকে দেশের ৫ টি রাজ্যে বিধান সভা নির্বাচন শুরু হবে। ডিসেম্বরের প্রথম দিকে তার ফল ঘোষণা হবে। তারপরেই হয়তো লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাবে। তাই হাতে সময় কম। এখনই সবাইকে ঝাঁপিয়ে পড়তে। এখন প্রথম ও প্রধান কাজ হলো ভোটার তালিকা নাম তোলা। যারা বুথের বিএলও আছেন তাদের এটা কাজ। যদি তা কেউ করতে না পারে, তাহলে তাদেরকে এখনই সরিয়ে অন্য কাউকে বসাতে হবে। মন্ত্রীর কথায়, তৃনমুল কংগ্রেসকে ভোট দেন এমন পরিবারের সব সদস্যের নাম ভোটার তালিকায় আছে কিনা তা দেখতে। ব্লক সভাপতি ও বুথ সভাপতিকে জেনে রাখতে হবে, তার এলাকায় কত ভোট দলের আছে।
আমাদের একমাত্র লক্ষ্য হলো আসানসোল লোকসভা কেন্দ্রের দলের প্রার্থীকে অনেক বেশি ভোটে জেতানো। এই বিজয়া সম্মেলনীতে বক্তব্য রাখতে গিয়ে জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, তৃনমুল মহিলা কংগ্রেসের রাজ্য নেত্রী আলপনা বন্দোপাধ্যায়, জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ব্লক সভাপতি তথা আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেন।